ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:৫

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইসলামি বইমেলায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর'২৪) মোড়ক উম্মোচন হয়েছে ‘হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’- গ্রন্থটির।

ফিউচার বাংলাদেশ-এর চেয়ারম্যান মুফতি আহমাদুল্লাহ আব্বাস কর্তৃক রচিত গ্রন্থটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বইটি মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন বাজারে অনেক বই পাওয়া যায় যার ি কার কোথায় গিয়ে থাকে বুঝাও যায় না, আমি বইটি সুন্দর করে দেখেছি মাশাআল্লাহ চমৎকার উপস্থাপন করা হয়েছে এবং এই বইটিতে প্রত্যেকটা বর্ণকে কোথা থেকে শুরু করবে কোথায় শেষ করবে এটা সুন্দর করে তুলে ধরেছে। আমি মনে করি বাজায় চলমান বই এই বইটি বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. শহিদুল ইসলাম ফারুকী, তিনি বলেন বাংলাদেশের চেয়ারম্যান অফিসে আহমদুল্লাহ ছাত্র আমি তাকে খুব কাছ থেকে দেখেছি তার অনেকগুলো প্ল্যান রয়েছে একে একে তা বাস্তবায়ন করবে। এবং তার বাস্তবায়ন করার প্লাটফর্ম এর নাম ফিউচার বাংলাদেশ বাংলাদেশে। ফিউচার বাংলাদেশের অনেকগুলো কাজের মধ্যে একটি হচ্ছে হাতের লেখা প্রশিক্ষণ দেওয়া । এবং বইটি অসাধারণ ভাবে তার গবেষণার ফুটে উঠেছে। একে একে বাজারে তার আরো অনেকগুলো প্ল্যান বাস্তবায়ন হয়ে আসতেছে আমরা তার অপেক্ষায় রইলাম। 

বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক হ্যান্ড রাইটিং বিচারক এবং বাংলাদেশের পরিচালক মোঃ জিয়াউর রহমান বলেন: আল্লাহর প্রতিটি মানুষকে সুন্দরভাবে সুচারুভাবে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, নাক দিয়েছেন, পা দিয়েছেন, প্রত্যেকটা মাপ মতো প্রয়োজনমতো দিয়েছেন, থেকে প্রত্যেকটা সৌন্দর্য গঠিত রাখার জন্য একটা সঠিক মাপ রয়েছে। মুফতি আহমদ উল্লাহ আব্বাস আমার খুবই কাছের এবং স্নেহের তার লেখা বইটি সঠিকভাবে লেখা নিয়ম গুলো তুলে ধরা হয়েছে এবং সেভাবে লেখার চেষ্টা করেছে। বইটি যে কেউ অনুসরণ করলে তার লেখা সুন্দর হবে। আপনার অবশ্যই বইটি সংগ্রহ করবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের হ্যান্ড রাইটিং টিচার মোহাঃ ফরিদুল ইসলাম নিস্তার।

 মুফতি মোঃ মাছউদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি হাফিজুল হক ফাইয়াজ, হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন, হাফেজ মাওলানা মুস্তায়িজ বিল্লাহ, হাফেজ ক্বারী আরিফ বিল্লাহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

জুলাই বিপ্লবে চিকিৎসক দের ভূমিকা এবং স্বাস্ব্য সেবার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থা

রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

রাজধানীতে ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা

পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তাধীন বিষয়ে দুদকের সংবাদ সম্মেলন

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা