ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সন্দ্বীপে শিক্ষাবিদ এ ওয়াই এম ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:২৪

সন্দ্বীপে মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবিদ এ ওয়াই এম ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। 

২২ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উক্ত বৃত্তি পরীক্ষা কার্যক্রম। পরীক্ষায় সন্দ্বীপের উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা মিলে মোট ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের  অষ্টম শ্রেনীর মোট ৬৭১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।ছাত্র ও অভিবাবকদের ব্যাপক উপস্থিতি পরীক্ষাকে উৎসব মুখর করে তুলেছে। উক্ত পরীক্ষা শুরুর প্রাক্কালে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, কেন্দ্র সচিব মাওলানা জহিরুল ইসলাম। 

পরীক্ষা পরিদর্শনে এসে পরিক্ষা পদ্ধতি ও কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে অনুভূতিমূলক বক্তব্য রাখেন  মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সভাপতি  সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, কৃষি ব্যাংক ব্যাবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সদস্য আসিফ আকতার, অধ্যক্ষ মোঃ আবু  হানিফ,প্রফেসর মাঈন উদ্দীন, স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ  দিদার হোসেন ও সুব্রত রায়, প্রধান শিক্ষক আবদুল হান্নান,মোসাদ্দেকুল মাওলা, সাইফুল ইসলাম, জামশেদ উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন,  মাওলানা শাহাদাত হোসেন,নাট্যকার আবুল কাসেম শিল্পী, সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেক সাংবাদিক ও সংস্কৃতি কর্মী। 

মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক মেধা বৃত্তি পরীক্ষা বোর্ডের নেতৃবৃন্দ বলেন ২০১১ সাল থেকে উক্ত পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে এ পর্যন্ত চলমান রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে  মাষ্টার ছায়েদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মান ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। ওনার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে  শিক্ষা, স্বাস্থ্য,বনায়ন,ক্রীড়া চর্চা ও সাহিত্য সংস্কৃতি  বিকাশে অবদান রেখে যাচ্ছে ১৩ টি কর্মসূচীর মধ্য দিয়ে। 

বৃত্তি পরীক্ষা চলাকালীন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও পরিদর্শকরা বলেন সন্দ্বীপে নারী শিক্ষার শীর্ষ বিদ্যাপীঠ আবুল কাসেম হায়দার মহিলা কলেজটির উদ্যোক্তা আবু স্যার। তিনি অন্যান্য যেসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা বা সংগঠক বা প্রতিষ্ঠাতা সেগুলো হলো: গোলাম মোস্তফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সন্দ্বীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদরাসা, পূর্ব সন্দ্বীপ হাই স্কুল কারিগরি বিভাগ, সন্দ্বীপ পাবলিক হাই স্কুল, দারুস সালাম জামে মসজিদ ও বায়তুল আমান জামে মসজিদ।এছাড়াও আবু স্যার আশুতোষ কলেজে পড়াকালীন কানুনগোপাড়ায় একটি মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।তাই ওনার মতো মহান ব্যাক্তির নাম ও স্মৃতি ধরে রাখতে এই বৃত্তি পরীক্ষা অনেক ভূমিকা রাখছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক