চৌগাছা গমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চৌগাছা প্রেসক্লাবের নামে জমি বরাদ্দ দেয়া হয়েছে। যশোর জেলা পরিষদের সকল নিয়ম মেনে প্রেসক্লাবের নামে চার শতক জমি বরাদ্দ দেয়া হয়। জমির বরাদ্দ পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। একই সাথে গণমাধ্যমকর্মীরা পেশাগত কাজে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন উপজেলার রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তথ্যসূত্রে জানাগেছে প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী চৌগাছা উপজেলার সাংবাদিকদের জন্য নিজস্ব জমি চেয়ে চলতি বছরের পহেলা জানুয়ারী যশোর জেলা পরিষদের কাছে একটি আবেদন করেন। এর ফলে যশোর জেলা পরিষদ সাংবাদিকদের পেশাগত বিষয়টি বিবেচনা নিয়ে ৯৭৫/১৫ই মে ২৪ তারিখের এক সভার মাধ্যমে নিয়মনুযায়ী চৌগাছা প্রেসক্লাবের নামে ৪ শতক জমি প্রাথমিক ভাবে অনুমোদন করে। চৌগাছা মৌজা: ১৭১ এস এ খতিয়ান ১৯৯,দাগ ৪২। দৈর্ঘ্য ৩৮ ফুট,প্রস্থ ৪৬ মোট বর্গফুট ১৭৪৮। (পাকা রাস্তা সংলগ্ন পাবলিক লাইব্রেরী দক্ষিণ পাশে)। এরপর ভূমি মন্ত্রনালয় ও জেলা পরিষদের সংশ্লিষ্ট অফিসাদের আন্তরিকতার কারনে সকল অফিসিয়াল চুড়ান্ত কার্যক্রম সম্পন্ন হয়। অবশেষে গত ২০ নভেম্বর দুপুরে ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল এর কাছে বরাদ্ধকৃত জমির দলিল ও যাবতীয় কাগজ পত্র হস্তান্তর করে সংশ্লষ্ট কর্তৃপক্ষ। জমি বরাদ্দ নিয়ে ক্লাবের সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ নিরলস চেষ্টা করে আসছিলেন। জমি বরাদ্দ নিয়ে যশোর জেলা পরিষদকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর এম শওকত আলী, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাও: গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাও: মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্টের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমানসহ একাধিক পেশার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে এই জমি বরাদ্দের মাধ্যমে চৌগাছার সাংবাদিক মহল তাদের পেশা গত কাজে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন। এছাড়া প্রেসক্লাবের ভবন নির্মাণের কাজের সহোযোগীতারও আশ্বাস দেন তারা।
এমএসএম / এমএসএম

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষকের বিরুদ্ধে
Link Copied