চৌগাছা গমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চৌগাছা প্রেসক্লাবের নামে জমি বরাদ্দ দেয়া হয়েছে। যশোর জেলা পরিষদের সকল নিয়ম মেনে প্রেসক্লাবের নামে চার শতক জমি বরাদ্দ দেয়া হয়। জমির বরাদ্দ পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। একই সাথে গণমাধ্যমকর্মীরা পেশাগত কাজে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন উপজেলার রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তথ্যসূত্রে জানাগেছে প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী চৌগাছা উপজেলার সাংবাদিকদের জন্য নিজস্ব জমি চেয়ে চলতি বছরের পহেলা জানুয়ারী যশোর জেলা পরিষদের কাছে একটি আবেদন করেন। এর ফলে যশোর জেলা পরিষদ সাংবাদিকদের পেশাগত বিষয়টি বিবেচনা নিয়ে ৯৭৫/১৫ই মে ২৪ তারিখের এক সভার মাধ্যমে নিয়মনুযায়ী চৌগাছা প্রেসক্লাবের নামে ৪ শতক জমি প্রাথমিক ভাবে অনুমোদন করে। চৌগাছা মৌজা: ১৭১ এস এ খতিয়ান ১৯৯,দাগ ৪২। দৈর্ঘ্য ৩৮ ফুট,প্রস্থ ৪৬ মোট বর্গফুট ১৭৪৮। (পাকা রাস্তা সংলগ্ন পাবলিক লাইব্রেরী দক্ষিণ পাশে)। এরপর ভূমি মন্ত্রনালয় ও জেলা পরিষদের সংশ্লিষ্ট অফিসাদের আন্তরিকতার কারনে সকল অফিসিয়াল চুড়ান্ত কার্যক্রম সম্পন্ন হয়। অবশেষে গত ২০ নভেম্বর দুপুরে ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল এর কাছে বরাদ্ধকৃত জমির দলিল ও যাবতীয় কাগজ পত্র হস্তান্তর করে সংশ্লষ্ট কর্তৃপক্ষ। জমি বরাদ্দ নিয়ে ক্লাবের সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ নিরলস চেষ্টা করে আসছিলেন। জমি বরাদ্দ নিয়ে যশোর জেলা পরিষদকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর এম শওকত আলী, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাও: গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাও: মোঃ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্টের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমানসহ একাধিক পেশার মানুষ ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে এই জমি বরাদ্দের মাধ্যমে চৌগাছার সাংবাদিক মহল তাদের পেশা গত কাজে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন। এছাড়া প্রেসক্লাবের ভবন নির্মাণের কাজের সহোযোগীতারও আশ্বাস দেন তারা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied