ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৪:৫৫

সন্দ্বীপে ২০১৪ সাল থেকে নিয়মিত চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি-২০২৩ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর শনিবার  সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক নূরুল আকতার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নূর জাহাান নূরী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত 
ও  সাংবাদিক বাদল রায় স্বাধীন এর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, বশিরিয়া আহাম্মদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার সিনিয়র সহকারী অধ্যাপক মুহাস্মদ এনায়েতুর রহমান খান, সন্দ্বীপ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মাইটভাংগা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মুছাপুর বদিউজ্জামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন, বাউরিয়া গোলাম খালেক একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সন্দ্বীপ টাউন শাখার ইনচার্জ মোঃ মোবারক হোসাইন, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক শিক্ষক শামসুল আলম, ন্যাশনাল ব্যাংক লি. সন্দ্বীপ শাখার কর্মকর্তা আবিদুর রহমান মান্না, আবুল কাসেম হায়দার মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম রিয়াদ, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবজাল হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঘাট মাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, হারামিয়া উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিশান, ন্যায়ামস্তি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদুয়ানুল বারী সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সন্দ্বীপে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন জন করে শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে।
প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। উক্ত কর্মসূচিগুলো হচ্ছে-সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি  পরীক্ষা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮), কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮), সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২),সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান (সূচনা ২০২২)।

এমএসএম / এমএসএম

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন