অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ
গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো
গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো। তখন হলগুলো অত্যাচারের স্থান ছিলো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ।
বুধবার দুপুরে নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) এ 'কেমন বিশ্ববিদ্যালয় চাই'শীর্ষক এক আলোচনা সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে সকল জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুন্দর দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ নূরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মি, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
T.A.S / T.A.S