ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কৃষক সমাবেশকে কেন্দ্র করে আবু সাঈদের আইনজীবীর উপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় সংবাদ সম্মেলন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ১:১০

রৌমারীতে কৃষক সমাবেশ কে কেন্দ্রকরে শহিদ আবু সাঈদ হত্যার মামলার প্রধান আইনজীবী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক  অ্যাডভোকেট রায়হান কবিরের উপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে স্থানীয় জামায়াত-শিবিরসহ থানাপুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে কৃষক সমাবেশে স্থানীয় জামায়াত-শিবির এবং রৌমারী থানাপুলিশ হামলা করে সমাবেশের মঞ্চ ভাংচুরসহ নেতাকর্মীদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে।

এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি এবং লেখক নাহিদ হাসান নলেজ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারন সম্পাদক শেখ নাসির উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রৌমারী উপজেলা শাখার সমন্বয়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিনুসহ অন্যদের উপর হামলা ও লাঞ্ছিতসহ বিভিন্ন হুমকি প্রদান করার অভিযোগ তোলেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মমিনুল হক এবং রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লৎফর রহমানসহ  তিন কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়াও হামলাকারী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানায়। দ্রুত প্রত্যাহার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক ও আলটিমেটামের হুশিয়ারী দেন।

এ ঘটনা সম্পর্কে জানতে রৌমারী উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধীকবার  কল করলে নম্বরটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. নুসরাত সুলতানা বলেন, আমি ছুটিতে রয়েছি এবং সমাবেশ ঘিরে স্থানীয় প্রশাসন যা করার তাই করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সমাবেশের অনুমতি নিয়েছেন কি না তা আমি জানিনা।

হামলার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, আমি ছুটিতে রয়েছি। তবে বিষয়টি শুনেছি। রৌমারী কৃষক সমাবেশের নামে কোন অনুমতি দেওয়া হয়নি। তবে এ ঘটনার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

T.A.S / T.A.S

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন