ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সরকারি ৭ একরের জলাশয় দখলের অভিযোগ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৩:৩৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারী ৭ একরের একটি জলাশয় দখলের অভিযোগে এক বিএনপি নেতাকে নোটিশ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।অভিযুক্ত ওই বিএনপি নেতা মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি সহ ৩ জন বিএনপি নেতার নাম উল্লেখ করে নোটিশটি ইস্যু করা হয়। 

নোটিশে অভিযুক্ত দিদারুল আলম মিয়াজি সহ ৩ বিএনপি নেতার নাম উল্লেখ করে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের (এন-১) ১৬৬ ও ১৬৭ তম কিলোমিটার এর বিভিন্ন জায়গা ও জলাশয় দখল করে অবৈধ ভাবে পানি নিষ্কাশন, জমি ও জলাশয়ের রুপ পরিবর্তন করে বালি ভরাট করে বালি মহালে রুপান্তরের পক্রিয়া করছেন। অবৈধ দখল দারিত্বে আপনার নিয়োজিত সরকারি জমিতে সন্ত্রাসী কায়দায় অনুপ্রবেশকারীদের ও আপনাকে বারবার মৌখিক বাধা প্রদান করা হলেও আপনি ও আপনার লোকজন কোন প্রকার কর্ণপাত না করে অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন। সরকারি জলাশয়ের পানি অপসারণ করে সেখানে বালি ভরাটের পক্রিয়া চলমান রেখেছেন যাহা মহাসড়ক আইন ২০২১ এর ধারা ৯(১১), (১২), (১৪), (১৫), (১৬), এবং ধারা (৭), (৯), (১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতা অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে সরকারি ভুমি ও জলাশয়ে বালি ভরাটের কাজ বন্ধ করে ব্যবহৃত কাজের সামগ্রী অতি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেয়া গেল। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় সওজ এর একটি জলাশয়ে একদিকে পানি নিষ্কাশন চলছে অন্যদিকে বালি ভরাটের জন্য পাইপ স্থাপনের কাজ চলছে। কাজে নিয়োজিত শ্রমিকদের জিজ্ঞাসা করা হলে তারা এই প্রতিবেদককে জানায় বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর বেতনভুক্ত শ্রমিক। দিদারুল আলম মিয়াজি ও তার ভাই ভুট্টুর নির্দেশনায় তারা পানি নিষ্কাশন ও পাইপ স্থাপনের কাজ করছে। 

দিদারুল আলম মিয়াজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এসবের সাথে জড়িত নই। আমার নাম বিক্রি করে অন্যকেউ এসব করছে। আমি এসব কোন কিছুতেই নাই।

সড়ক ও জনপথ বিভাগের সীতাকুণ্ড উপ-প্রকৌশলী মোঃ ফারহান বলেন, ৫ আগষ্টের পরে বেশ কিছু দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে ধুমঘাট স্কুলের রাস্তার মুখে সওজ এর ৭ একরের একটি জলাশয় অবৈধ ভাবে দখল করে একটি অসাধু চক্র। চক্রটিকে মৌখিক ভাবে সওজ এর পক্ষ থেকে বারবার বারণ করা হলেও তারা তা কর্ণপাত করে নাই। তাই তাদেরকে লিখিত নোটিশ করা হয়েছে সাথে সাথে ৭ দিন সময় নির্ধারণ করে দেয়া হয়েছে অবৈধ সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিয়ে সরঞ্জাম না সরালে সওজ আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।

এমএসএম / এমএসএম

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু