ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর হানাদারমুক্ত দিবস পালিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৩:৫৬

একাত্তরের ৬ ডিসেম্বর এই দিনে রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয় নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। মুক্তিযুদ্ধকালে দুর্গাপুরের বিরিশিরিতে পাকিস্তানি হানাদার বাহিনী একটি শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছিল। এই ঘাঁটি থেকেই হানাদার বাহিনী তাদের সব কাজ চালাত। 

বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী জানান,১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকেল থেকেই মুক্তিযোদ্ধারা দুর্গাপুর উপজেলার চারদিক ঘিরে ফেলে। পরে রাতভর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিরিশিরি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির পতন ঘটায়। ভোর হওয়ার আগেই পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর সকাল থেকেই জয় বাংলা ধ্বনিতে দুর্গাপুরের আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলে মুক্তিকামী জনতা। হানাদারদের ঘাঁটিতে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। 

উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন ও পথ পাঠাগার দিনটিতে নানা আয়োজন করে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এদিকে দুর্গাপুর হানাদার মুক্ত দিবসটি উপলক্ষে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে চন্ডিগড় অনাথালয় চত্বরে ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। এই মেডিকেল ক্যাম্পে চন্ডিগড় অনাথ আশ্রমের অর্ধ শতাধিক অনাথ ছেলেমেয়েদের  চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের। পরে আলোচনা সভায় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে বক্তব্যে রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা,সাংবাদিক মোহন মিয়া,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম,কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকারসহ আরো অনেকে। 

সভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম বলেন,মুক্তিযুদ্ধের ইতিহাস তরুন প্রজন্মের মাঝে তুলে ধরেন এবং বলেন প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।

T.A.S / T.A.S

জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: মঈন খান

ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের ভয়ে প্রাণে বাঁচতে দুই যুগেরও বেশি পৈতৃক ভিটেমাটি ছাড়া পরিবারসহ দু'ভাই

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

টেকনাফে একজনকে জবাই করে হত্যা

‎পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি প্রার্থী ফয়সল আলীম

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়- মুহাম্মদ শাহাজাহান

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুড়ীতে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

পাটের দামে ফুরফুরে মেজাজে বারহাট্টার কৃষকরা

জাতীয় দলের ক্রিকেটার এবাদতের বাবার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম