ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ৩:৩১

নানান আয়োজনের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকাল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার অমিত্রা কুমার পাল, হেড অব কোয়ালিটি অ্যাশিউরেন্স প্রকাশ কুমার মন্ডল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা শাকিলা খান, প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও আব্দুল আলী ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী জেনারেল  ম্যানেজার অমিত্রা কুমার পাল বলেন, বিদায় একদিকে যেমন দুঃখের ঠিক অন্যদিকে তেমনি আনন্দের। কেননা বিদায় পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশ করেন। তবে এক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে  চাকরির ভাইবার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে শুধু বড়ভাইদের থেকে পাওয়া শিট বেজড্  জ্ঞান থাকলেই হবে না,তাকে অবশ্যই  বইয়ের জ্ঞান থাকতে হবে। এজন্য আমি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি গুরুত্ব দিতে বলবো। চাকরির ভাইভাগুলোতে ভালো করার ক্ষেত্রে বইয়ের জ্ঞানের কোন বিকল্প নেই। 

সভাপতির বক্তব্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক বলেন, আমি অবাক হয়েছি আমার শিক্ষার্থীরা আজ এত বড় হয়েছে, তারা আজ বাংলাদেশকে লিড  দিচ্ছে,বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলোতে বিরাট ভূমিকা রাখছে। আমি আশা করবো ভবিষ্যতে আমার শিক্ষার্থীরা তাদের জ্ঞানের আলোকে শুধু বাংলাদেশ নয় পুরো দুনিয়া আলোকিত হবে। আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে যে সাজেশনগুলো এসেছে আমি বিভাগের একজন চেয়ারম্যান এবং শিক্ষক হিসেবে সেগুলো আপডেট করার এবং যুগোপযোগী করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ক্যাম্পাস জীবনের মধুর স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি সাবেক এই শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় ও ক্যারিয়ার নিয়ে অনুজদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।তাদের এই বক্তব্য কখনো হাসির রোল ফেলেছে, কখনো আবেগে আপ্লুত করেছে সবার মন,আবার কখনো বাস্তবতার নীরিক্ষে মনোযোগী  করে তুলেছে সবাইকে। 

উল্লেখ্য, ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন পিঠার স্টলের আমেজ দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন দিয়ে। নাচ, গান, কৌতুক ও অভিনয়সহ নানা আয়োজনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের সাবেক ও বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে বর্তমানের অধ্যয়নরত প্রায় তিনশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩ জানুয়ারি; ইউনিট থাকছে ৭টি

জাবিতে পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ ৪ দাবিতে মানববন্ধন

শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি শেকৃবি প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পরিচালক অধ্যাপক এনামুল

জবি ছাত্রদলের আহবায়ক হিমেল সদস্য সচিব আরেফিন

জাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা ও উপহার বিতরণ

ঢাবিতে অজ্ঞান, পরে নিজেকে সুনামগঞ্জ-পঞ্চগড় ও বরিশালে পান খালেদ

রাবি শিক্ষার্থীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

গুচ্ছের প্রধান লক্ষ্য চার বছরেও বাস্তবায়ন হয়নি: জবি শিক্ষক সমিতি

শিক্ষকদের রুমে তালা,হল ছাড়তে হুমকি দিচ্ছেন শেকৃবি ছাত্রদলের নেতাকর্মীরা

গবিসাসের নেতৃত্বে সানজিদা-ইভা

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শিক্ষা ব্যবসা নয়, ভর্তি ফি যৌক্তিক করতে আহ্বান জাবি ছাত্রশিবিরের