ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে জাতীয় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শেষ হলো আজ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৩:২৮

সন্দ্বীপে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারি-২০২৪ এর তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন  হয়েছে আজ ৮ ডিসেম্বর। ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ দিন ধরে মোট ৪ টি জোনে প্রশিক্ষনার্থীদের ভাগ করে সন্দ্বীপের ৪টি স্থানে  এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জোনে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনের মেয়াদকাল ও ছিলো ৪ দিন ব্যাপী।

সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের এই প্রশিক্ষনে গতকাল ৭ ডিসেম্বর  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসিসি -০৪ চট্টগ্রাম মীর আন্ নাজমুস সাকিব। প্রশিক্ষন সমন্বয় করেন সন্দ্বীপ উপজেলার ইউ সি সি মো: সামিউর রহমান। প্রশিক্ষনে প্রশিক্ষক ও আগত অতিথি বলেন  অর্থনৈতিক শুমারী একটি রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম। অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য যে, প্রতি দশ বছর পরপর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে, শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল। আগামী ১০-১৬ ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ০৭ জুলাই ২০২৪ ইং হতে সন্দ্বীপ উপজেলার সকল সাধারণ খানা মানে ঘরে ঘরে, মেস, বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির,সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে যাবেন । প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।

এই শুমারির লিস্টিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের মোট ইকোনোমিক ইউনিটের সংখ্যা নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে সেসব ইকোনোমিক ইউনিটে তথ্য সংগ্রহের মাধ্যমে বিজনেস রেজিস্ট্রারসহ একাধিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

T.A.S / T.A.S

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন