কলেজ ছাত্রীর সঙ্গে শিক্ষকের ‘আপত্তিকর ভিডিও’ ফাঁস
কুড়িগ্রামের রৌমারীতে কলেজ ছাত্রীর সঙ্গে মোতাহারুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের ‘আপত্তিকর ভিডিও’ ফাঁস হয়েছে। ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ভিডিওটি এলাকার মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। এমন একটি ভিডিও কালবেলার প্রতিনিধির হাতে এসেছে। ভিডিও ফাঁসের ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
মোতাহারুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা বেগম মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি সরকারি চাকুরির পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদের দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওই ছাত্রী রৌমারীর একটি কলেজে লেখাপড়া করেন।স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে ওই কলেজ ছাত্রীর ভাগনিকে নিয়মিত প্রাইভেট পড়াতে নিয়ে যান শিক্ষক মোতাহারুল ইসলামের বাড়িতে। এ সুবাদে ওই ছাত্রীর সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়েন শিক্ষক মোতাহারুল এবং শারিরিক সম্পর্কে লিপ্ত হন তারা। গোপনে এমন অনৈতিক শারিরিক সম্পর্কের ভিডিও ধারণ করেন ওই ছাত্রী।
ভিডিওতে দেখা যায়, মোতাহারুল ইসলাম নামের শিক্ষক ওই কলেজ ছাত্রীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। এসময় ওই ছাত্রী গোপনে অনৈতিক কর্মকান্ডের ভিডিও স্মার্ট মোবাইলে ধারণ করেন। পরবর্তীতে তা স্থানীয় মানুষের মোবাইলে ছড়িয়ে পড়ে।ওই ছাত্রীকে নানা ভয়ভীতি দেখিযে জিম্মি করে রাখা হয়েছে। এ প্রতিনিধি তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
অভিযুক্ত শিক্ষক মোতাহারুলের স্ত্রী শারমিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী মোতাহারুলের সাথে এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত জুলাইতে আপত্তিকর ভিডিও দেখার পর তার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করি। সে আমাকে বলেছিল ওই ছাত্রীটিকে বিয়ে করেছে। কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা সম্পন্ন অবৈধমেলামেশা করছে। এদিকে আমার এবং দুই মেয়ের ভরণপোষনও দিচ্ছে না। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মোতাহারুল ইসলাম আপত্তিকর ভিডিওর বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, ওই ছাত্রীকে বিয়ে করে বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক কি প্রেম করতে পারে না। স্ত্রী ও দুই সন্তান রয়েছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ ঘটনার শালিস বৈঠকের সত্যতা সম্পর্কে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাওলানা মো. শাজাহান আলী বলেন, ভুক্তভোগী ছাত্রীসহ তাঁর পরিবারের সঙ্গে অভিযুক্ত শিক্ষক মোতাহারুলের বিষয়ে একাধীকবার পারিবারিকভাবে মিমাংসার জন্য বসা হয়েছিল। পরে মিমাংসা হয়নি এবং ওই ছাত্রীও আর অভিযোগ দেয়নি।
দাঁতভাঙ্গা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা মো. সিকিন্দার আলী বলেন, এ বিষয়ে আমার নিকট বিবাহ রেজিস্ট্রি হয়নি। যদি আমার কথা বলে থাকে তাহলে সঠিক নয়।বিষয়টি সম্পর্কে দাঁতভাঙ্গা বেগম মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, লোকমুখে ভিডিওটির বিষয়ে শুনেছি। যেহেতু আমার প্রতিষ্ঠানের ছাত্রীর সঙ্গে নয়। সেহেতু আমি কোন ধরনের ব্যবস্থা নিতে পারি না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মো. মঈনুল ইসলাম বলেন, এখনও এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাই ব্যবস্থা নিতে পারছি না। তবে অনৈতিক চরিত্রের বিষয়ে মিডিয়ায় প্রকাশ হলে তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লৎফর রহমান বলেন, ওই ছাত্রী কিংবা অন্য কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান
হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব
টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা