ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কলেজ ছাত্রীর সঙ্গে শিক্ষকের ‘আপত্তিকর ভিডিও’ ফাঁস


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৪:১২

কুড়িগ্রামের রৌমারীতে কলেজ ছাত্রীর সঙ্গে মোতাহারুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের ‘আপত্তিকর ভিডিও’ ফাঁস হয়েছে। ছাত্রী-শিক্ষকের আপত্তিকর ভিডিওটি এলাকার মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। এমন একটি ভিডিও কালবেলার প্রতিনিধির হাতে এসেছে। ভিডিও ফাঁসের ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। 

মোতাহারুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা বেগম মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি সরকারি চাকুরির পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদের দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওই ছাত্রী রৌমারীর একটি কলেজে লেখাপড়া করেন।স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে ওই কলেজ ছাত্রীর ভাগনিকে নিয়মিত প্রাইভেট পড়াতে নিয়ে যান শিক্ষক মোতাহারুল ইসলামের বাড়িতে। এ সুবাদে ওই ছাত্রীর সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়েন শিক্ষক মোতাহারুল এবং শারিরিক সম্পর্কে লিপ্ত হন তারা। গোপনে এমন অনৈতিক শারিরিক সম্পর্কের ভিডিও ধারণ করেন ওই ছাত্রী। 

ভিডিওতে দেখা যায়, মোতাহারুল ইসলাম নামের শিক্ষক ওই কলেজ ছাত্রীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন। এসময় ওই ছাত্রী গোপনে অনৈতিক কর্মকান্ডের ভিডিও স্মার্ট মোবাইলে ধারণ করেন। পরবর্তীতে তা স্থানীয় মানুষের মোবাইলে ছড়িয়ে পড়ে।ওই ছাত্রীকে নানা ভয়ভীতি দেখিযে জিম্মি করে রাখা হয়েছে। এ প্রতিনিধি তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

অভিযুক্ত শিক্ষক মোতাহারুলের স্ত্রী শারমিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী মোতাহারুলের সাথে এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত জুলাইতে আপত্তিকর ভিডিও দেখার পর তার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করি। সে আমাকে বলেছিল ওই ছাত্রীটিকে বিয়ে করেছে। কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারা সম্পন্ন অবৈধমেলামেশা করছে। এদিকে আমার এবং দুই মেয়ের ভরণপোষনও দিচ্ছে না। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মোতাহারুল ইসলাম আপত্তিকর ভিডিওর বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, ওই ছাত্রীকে বিয়ে করে বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক কি প্রেম করতে পারে না। স্ত্রী ও দুই সন্তান রয়েছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ ঘটনার শালিস বৈঠকের সত্যতা সম্পর্কে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাওলানা মো. শাজাহান আলী বলেন, ভুক্তভোগী ছাত্রীসহ তাঁর পরিবারের সঙ্গে অভিযুক্ত শিক্ষক মোতাহারুলের বিষয়ে একাধীকবার পারিবারিকভাবে মিমাংসার জন্য বসা হয়েছিল। পরে মিমাংসা হয়নি এবং ওই ছাত্রীও আর অভিযোগ দেয়নি।

দাঁতভাঙ্গা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা মো. সিকিন্দার আলী বলেন, এ বিষয়ে আমার নিকট বিবাহ রেজিস্ট্রি হয়নি। যদি আমার কথা বলে থাকে তাহলে সঠিক নয়।বিষয়টি সম্পর্কে দাঁতভাঙ্গা বেগম মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, লোকমুখে ভিডিওটির বিষয়ে শুনেছি। যেহেতু আমার প্রতিষ্ঠানের ছাত্রীর সঙ্গে নয়। সেহেতু আমি কোন ধরনের ব্যবস্থা নিতে পারি না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মো. মঈনুল ইসলাম বলেন, এখনও এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাই ব্যবস্থা নিতে পারছি না। তবে অনৈতিক চরিত্রের বিষয়ে মিডিয়ায় প্রকাশ হলে তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লৎফর রহমান বলেন, ওই ছাত্রী কিংবা অন্য কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ