রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবক - ১
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছে। রবিবার ৭ ডিসেম্বর বেলা তিন টায় উপজেলার আমছড়া পাড়া নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হয় আমিতখান তনচংগ্যা (২৪) আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়।
আহত আমিতখান রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাঘাইন পাড়া গ্রামের লক্ষিদুধ তনচংগ্যার ছেলে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা,সৌমেন্দ্র নাথ বলেন, মোটর বাইক দুর্ঘটনায় এক যুবক কে হাসপাতালে আনা হয়ছে, আমি তাকে পযাপ্ত পরিমান চিকিৎসা দিয়ে জরুরী বিভাগে চিকিৎসা দিয়ে আসছি। রোগীর চিকিৎসা বর্তমানে অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, আমিতখান তংচনগ্যা উপজেলা থেকে তাইতং পাড়া উদ্যােশে রওনা হলে আমছড়া পাড়া নামক স্থানে হঠাৎ মোটর সাইকেলের সামনে হাঁস পড়ায় তার মোটর বাইক উল্ডে গিয়ে ঘটনাস্থলে আমিতখান তংচনগ্যা নামে দুর্ঘটনার শিকার হয় বলে অভিভাবক জানান।
T.A.S / T.A.S