ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

কুয়েত ব্যাংক ঋণ নিয়ে ‘পলাতক’ প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ৩:৩০

কুয়েতের বিভিন্ন  ব্যাংক থেকে ২৫.৫ মিলিয়ন ঋণ নিয়ে তা পরিশোধ না করে ভারতের ১৪২৫ জন প্রবাসী দেশটি থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আল-সেয়াসাহ পত্রিকার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আরব টাইমস। প্রতিবেদনে বলা হয়, ঋণখেলাপি পলাতকদের মধ্যে ৮০০ নার্স ও রয়েছেন। ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে জানা যায়, পলাতকদের কেউ কেউ যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন   দেশে চলে গেছেন। কুয়েতের ব্যাংকটি আনুমানিক ২৫.৫ মিলিয়ন কুয়েতি দিনার ঋণখেলাপির জন্য কেরালা রাজ্যের ৮০০ নার্স সহ ১৪২৫ জন ভারতীয়র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। এ সব ব্যক্তি তাদের ঋণ পরিশোধ না করে কুয়েত থেকে পালিয়ে গেছেন খবরে বলা হয়েছে।

অনেক খেলাপি বিদেশে অভিবাসন বা কেরালায় সম্পত্তি কেনার জন্য ধার করা তহবিল ব্যবহার করার অভিযোগ রয়েছে। পরিকল্পিত প্রতারণামূলক কার্যকলাপের জন্য তারা কৌশল অবলম্বন করেছে। ব্যাংকের আস্থা অর্জনের জন্য ঋণগ্রহীতারা প্রাথমিকভাবে ছোট ঋণ নিয়ে সঠিক সময়ে ঋণ পরিশোধ করেছে। পরে কুয়েত থেকে পালিয়ে যাওয়ার আগে বড় অঙ্কের ঋণ নিয়েছে। কুয়েতের ব্যাংক কর্তৃপক্ষ, কেরালা পুলিশের সহকারী মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। প্রতিক্রিয়ায় কেরালা রাজ্য পুলিশ ব্যাপক তদন্ত নিশ্চিত করার জন্য দক্ষিণ অঞ্চলের মহাপরিদর্শককে মামলাটি অর্পণ করার কথা বিবেচনা করছে বলে জানা গেছে। ভারতীয় ওয়েবসাইট মনোরমার এক প্রতিবেদন অনুসারে, ব্যাংকটি কেরালা পুলিশের সাথে খেলাপিদের সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছে। পরবর্তীকালে, কেরালায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং প্রতারণার মাত্রা দেখে মধ্যস্থতাকারী বা এজেন্টদের জড়িত থাকার বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয় পুলিশের সাহায্য চেয়ে ব্যাংক কর্মকর্তাদের পরিদর্শনের পরে কেরালার এর্নাকুলাম এবং কোট্টায়াম জেলায় এর মধ্যেই অন্তত ১০টি মামলা রেকর্ড করা হয়েছে। আর ও অনুসন্ধানে ১৪০০ জনেরও বেশি ব্যক্তির সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে। ২০১৯ এবং ২০২২ সালের মধ্যে বেশিরভাগ প্রতারণামূলক কর্মকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। যেমনটি ব্যাংকের আইনজীবী উল্লেখ করেছেন, যা ইন্ডিয়ান এক্সপ্রেস উদ্ধৃত করেছে। ২০২২-এর পরে এই স্কিমটি প্রকাশ্যে আসে যখন কর্মকর্তারা উল্লেখযোগ্য খেলাপি লক্ষ করেন। আজ ২০২৪ সালের শেষ দিকে এই ব্যাপারে প্রবাসীদের মধ্যে আতংক। ভারতীয়দের এই পন্থা দীর্ঘদিনের।  তারা সুকৌশলে এই টাকা হাতিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।  ভারতীয়দের এই কুকর্মের জন্য অন্য দেশের প্রবাসীরা মান সন্মান হারাচ্ছে।  এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা,  বিশিষ্ট জন সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি শাখার আহবায়ক কমিটি অনুমোদন

কুয়েত দূতাবাস সহ মধ্যপ্রাচ্য দূতাবাস গুলো সংস্কার অতি জরুরি

সৌদি আরব থেকে বাংলাদেশের ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষে কনস্যুলেটের উদ্যোগ

লিসবনে আগা খান চতুর্থের জানাজা সম্পন্ন

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল সভাপতি শেখ তিতুমীর, সম্পাদক মোহাম্মদ ফিরোজ

হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন

বাংলাদেশের পাসপোর্ট ব্যাবহার করে রোহিঙ্গারা বাংলাদেশের মান সন্মান নষ্ট করছে

জেদ্দা কন্সুলেটে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

কুয়েত ব্যাংক ঋণ নিয়ে ‘পলাতক’ প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক