ব্রাহ্মণবাড়িয়ায় কতটি নৌঘাট আছে জানা নেই

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের জানা নেই নৌঘাটের সংখ্যা। ধূম্রজালে রয়েছে দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরগুলো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় মেঘনা, তিতাস, লোয়ার, বিজনা, বুড়ি, ডাসাডিয়া/বেমালিয়া, লৌহর, লংগন বলভদ্রা,সালদা, হাওড়া, সোনাই, ঘুংঘুরসহ মোট ১২টি প্রধান নদী থাকলেও রয়েছে ছোট-বড় অসংখ্য শাখা খাল।
জেলায় প্রায় ৫০০ কিলোমিটারের নদীপথ থাকলেও অধিকাংশ নদীপথে যাত্রী বা মালবাহী নৌকা চলাচল করে না। যেসব নদীপথে যাত্রীবাহী নৌকা এবং বালুবাহী/মালবাহী নৌকা/ট্রলার যাতায়াতকারী কোনো বাহনেরই সংখ্যা জানা নেই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। এছাড়া জেলার ৬টি উপজেলা নদীমাত্রিক হওয়ার পরেও গোকর্ণঘাট ছাড়া সকল ঘাটই অবৈধ বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, যার জন্য সরকার হারাচ্ছে রাজস্ব। নদী নিরাপত্তাও থেকে যাচ্ছে অনিরাপত্তায়।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ আশুগঞ্জ-ভৈরব নদী বন্দর শাখার নৌ পরিবহন পরিদর্শক (টিআই) জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কতটি নৌঘাট আছে আমাদের জানা নেই। তবে যতগুলো ঘাট রয়েছে এর মধ্যে মাত্র গোকর্ণঘাটই বৈধ। আমরা এখন সবগুলো ঘাটকে আমাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ঘাটগুলো অচিরেই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া জেলায় কতটি যাত্রীবাহী বা মালবাহী নৌকা বা ট্রলার রয়েছে তার নিবন্ধন করার চেষ্টা করছি। তিনি আরো জানান, কোন নৌকায় কতজন যাত্রী বহন করতে পারবে আমরা প্রাথমকিভাবে আনন্দবাজার ঘাট ও চম্পকনগর ঘাট থেকে নির্ধারণ করে দিচ্ছি। অতিরিক্ত যাত্রী বহনে কয়েকটি নৌকার মাঝিকে জরিমানাও করেছি।
চম্পকনগর ঘাটে ১৩০ টাকা করে ৬টি নৌকার মালিককে ৭৮০ টাকা ও আনন্দবাজার ঘাটে ৫০০ টাকা করে ৪টি নৌকার মালিককে দুই হাজার টাকাসহ মোট দুই হাজার ৭৮০ টাকা জরিমানা করেছি। আমরা মোট ৪৪টি যাত্রীবাহী নৌকা নিবন্ধন করতে পেরেছি। এ কার্যক্রম এখন প্রতিদিনই চলবে বলে তিনি জানিয়েছেন।
জরিমানা আদায়ের সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল বাকী ও বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের লইসকার বিলে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে নারী-শিশুসহ ২২ এবং গত রোবার আরো একজনের মৃত্যুসহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। প্রতি মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied