ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৬:৩৪

সন্দ্বীপে শিশুদের উৎসাহ-উদ্দীপনা ও অভিবাবকদের সরব উপস্থিতিতে  সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪  অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় সন্দ্বীপের মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে উক্ত বৃত্তি পরীক্ষা।

বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান জানান, সন্দ্বীপ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে এবং পরীক্ষা পদ্ধতি ছিল এক কথায় উত্তর। তিনি আরো জানান, এই পরীক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৩ জন করে শিক্ষার্থী অংশগ্রহন করার সুযোগ পেয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার পরে 'শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ভূমিকা' শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা উপরোক্ত স্কুলের অফিসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন  সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ ও আসিফ আকতার,  সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ ডক্টরস হসপিটালের এমডি ডা. আমির হোসেন এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য), বৃত্তি পরীক্ষার সচিব প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সন্দ্বীপ শাখার সচিব, সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, মাইটভাংগা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সন্তোষপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সন্দ্বীপ জনকল্যান সংস্থা মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, ঘাটমাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোস্তফা, কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আলমগীর,  সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত ্ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন, পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান টিটু, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাংগঠনিক সচিব কাজী আনোয়ার হোসেন, দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাশেম, উত্তর কালাপানিয়া দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, মাস্টার মাহফুজুর রহমান, ন্যায়ামস্তি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদুয়ানুল বারী, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের শিক্ষক রহিম উল্যাহ, আকবর হাট পাঠশালার প্রধান শিক্ষক জেসমিন আকতার প্রমুখ।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে।

T.A.S / T.A.S

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন