ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চৌগাছার সকলের পরিচিত মুখ আবদুল গফুরের ইন্তেকাল শোক


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৪-১২-২০২৪ বিকাল ৫:৪২
চৌগাছার একাধারে শিক্ষক, মাওলানা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ইমাম সকলের পরিচিত মুখ, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদের পিতা হযরত মাওঃ আবদুল গফুর (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। শনিবার দুপুর আড়াইটায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল ৯ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা তার নিজ গ্রাম বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের ছেলে ফারুক আহম্মেদ জানান, শুক্রবার বিকেলে তিনি অসুস্থ্যবোধ করলে আমরা যশোর আড়াইশ শয্যা হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করি। সেখনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে মারা যান।
মাওঃ আবদুল গফুর ১৯৫০ সালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। মাদ্রসা শিক্ষাবোর্ড হতে কামিল পাশ করে তিনি শিক্ষাকতাকে পেশা হিসেবে বেছে নেন। নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন একটি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে সেটি বাদেখানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। ওই প্রতিষ্ঠানের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি ছিলেন বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসার প্রতিষ্ঠাতা ও সুপার। এছাড়া মাওঃ আবদুল গফুর আহসান নগর দাখিল মাদ্রসা, সাতক্ষীরা জেলার তালা উপজেলার পীরশাহ জয়নুদ্দীন ফাজিল মাদ্র্রাসা ও নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। অবসরে যাওয়ার বেশ আগে থেকেই তিনি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। চৌগাছা সরকারী ৫০ শয্যা হাসপাতাল জামে মসজিদের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ও খতিব। ২০২৩ সালের মে মাস পর্যন্ত তিন এই মসজিদে অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এ দিকে প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদের পিতা মাওঃ আবদুল গফুরের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা