ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে প্রতারণা করে টাকা নিয়ে উধাও নগদ কোম্পানির এজেন্ট


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৩:৩২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগদ এজেন্টের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রায় ৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ ডিসেম্বর) সকালে রিমঝিম টেলিকমের মালিক প্রতারণার শিকার শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শরীফ মিয়া অভিযোগ করে জানান, নগদ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (মুড়াপাড়া-আতলাশপুর এড়িয়া) জাহাঙ্গীর আলম গত ৭ ডিসেম্বর মোবাইল ফোনে নগদ প্রেমেন্ট করার জন্য শরীফ মিয়ার কাছ থেকে ৫০ হাজার, হাটাবো এলাকার রোবেল মোল্লার ৭০ হাজার, মাহমুদুল হাসান মোল্লার ৫৫ হাজার, জুলহাস মিয়ার ১০ হাজার, সোহেল রানার ৪০ হাজার মাসুম মিয়ার ৮ হাজার, আতিকুল ইসলাম নয়নের ৩০ হাজার, নাদিম রহমানের ৫ হাজারসহ ৩০ জনের কাছ থেকে নগদ প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে । পরে মোবাইল ফোনে নগদ প্রেমেন্ট না দিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায়।

ব্যাবসায়ীরা আরো জানান, মুড়াপাড়া এলাকায় নগদের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান "আইডিয়াল কানেকশন রূপগঞ্জ" তে উপস্থিত হয়ে এ বিষয়ে ডিস্ট্রিবিউশন ম্যানেজার সোহেল রানা ও নগদের সুপারভাইজার সামিউল কে ঘটনা জানানো হলে তারা ২/৩ দিন সময় নেয়। কিন্তু টাকা দিতে টালবাহানা করে। তারা অভিযোগ করে বলেন বিক্রয় প্রতিনিধি জাহাঙ্গীর, ম্যানেজার সোহেল রানা ও সুপারভাইজার সামিউল তারা পরস্পর যোগসাজশ করে ব্যবসায়ীদের ৬ লাখ টাকা না দেয়ার পায়তারা করছে। এতে করে ক্ষুদ্র এসব ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। নগদ কোম্পানির রূপগঞ্জের দায়িত্বরত ম্যানেজার সোহেল রানা বলেন, আগামী ২/৩ দিনের মধ্যে এ টাকার ব্যবস্থা করে সমস্যা সমাধান করে দেয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

T.A.S / T.A.S

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

‎সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন