ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে দোয়া মাহফিল ও খাবার বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৩:৫১

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আজ  শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌর বিএনপির এবং অঙ্গসংগঠনের উদ্যোগে চন্দনাইশ পৌরসভাস্থ হযরত শাহ আমিনুল্লাহ মাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইখতিয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুরুল আলম তালুকদার, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, মো. শহিদুল রহমান খান, জহুরুল আলম, মো. সাইফুল ইসলাম, অলি হোসেন মুন্সি, ‍আরিফুর রহমান মারুফ, উপজেলা ও পৌর বিএনপির সদস্য ওবাইদুল করিম চৌধুরী, মো. আবু ছালেক, মো. মুজিবুর রহমান, মো. নাজিম উদ্দিন, মো. সেলিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সোলাইমান, সাধারণ সম্পাদক মো. মুরাদ, দোহাজারী পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল ছাত্তার সানী, পলিটেকনিক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফারুকুর রহমান, আমিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আজম খান, সাবেক সদস্য সচিব আবদুল মান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন বাবর, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খোকন, সদস্য মো. বেলাল উদ্দিন, আবু সৈয়দ, সাবেক সদস্য মো. হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, ১৯৭৮ সালের এই দিনে মেজর জিয়াউর রহমান ক্ষমতা বলয়ের মধ্য থেকে বিএনপি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করালগ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান দু‍ঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। 

এমএসএম / জামান

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের