গজারিয়া ইউনিয়ন অটোচালকদের উদ্যোগ ওয়াজ ও দোয়া মাহফিল
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নে গজারিয়া ইউনিয়ন অটোচালকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ২য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ ১৭ ডিসেম্বর -২০২৪ রোজ মঙ্গলবার বাদ আছর হতে মধ্য রাত পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের গজারিয়া ইউনিয়ন অটোচালক মালিক সমিতির সভাপতি মোঃ শাহিন সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ । বিাশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী মার্কেট কমিটির সভাপ্রতি মোঃ মিনার হোসেন ভূইয়া, সোনালী মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সিকদার, গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু আব্দুল্লাহ। উক্ত ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে শুভাগমন করেন তাহরীকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের সম্মানিত আমির,শায়খুল হাদিস, আল্লামা মুফতি ড. সাইয়্যদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহের জৌনপুরী। সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্বাসী হুজুরের বড় সাহেবজাদা সাইয়্যেদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী, আব্বাসী হুজুরের মেজো সাহেবজাদা সাইয়্যেদ আব্দুর রহমান ফাইরুজ আব্বাসী,আব্বাসী হুজুরের ছোট সাহেবজাদা সাইয়্যেদ আব্দুন নুর উফায়ের আব্বাসী। অত্র ওয়াজ ও দোয়া মাহফিলটি পরিচালনায় ছিলেন গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল এর ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা এস. আমিন । উক্ত ওয়াজে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের প্রচার সম্পাদক হযরত মাওলানা এনামুল হক আজাদী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্বাসী হুজুরের সুযোগ্য ছাত্র, গজারিয়ার কৃতি সন্তান হোগলাকান্দি মাদ্রাসার মাহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, তাহরীকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি সাওবান সাকিব, গোসাইরচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জাহিদুল হাসান। ওয়াজ মাহফিলে ইসলামিক সংগীত পরিবেশন করেন প্রাণের মদিনা শিল্পীগোষ্ঠী। সার্বিক সহযোগিতায় ছিলেন তাহরীকে খতমে নুবুওয়্যাত গজারিয়া শাখা
এমএসএম / এমএসএম