ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক অভিবাসী দিবস: অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ২:৩৮

অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। আজ বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভার এই আহ্বান জানানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত এই সভায় অভিবাসীদের অধিকার ও তাদের অবদান নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। যা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শুরু হয়।

অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে একজন বিদেশ ফেরত অভিবাসীকে পুনরেকত্রীকরণের জন্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, নিরাপদ অভিবাসের জন্য দক্ষতা বাড়িয়ে ও প্রশিক্ষণ নিয়েই বিদেশে যেতে হবে। বিদেশে সকল সুযোগ-সুবিধা সর্ম্পকেও জানতে হবে। তবেই প্রবাসীরা সঠিক মূল্যায়ন বিদেশেও পাবে। 

সভায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) সমন্বয়ক আশিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস একটি বিশেষ দিন, যা অভিবাসীদের অধিকার, তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা এবং তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মূল্যবান সুযোগ। 

তিনি আরও বলেন, অভিবাসী শুধুমাত্র একটি দেশের সীমা অতিক্রম করেন না, তারা নতুন পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে, নিজ পরিবার ও সমাজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেন। আমাদের উচিত তাদের প্রতি সম্মান এবং সহানুভূতি প্রদর্শন করা। কারণ তারা সমাজে অমূল্য অবদান রাখেন।

আশিকুজ্জামান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অভিবাসী দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সবার জন্য সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত। আমরা যেন একে অপরকে সহায়তা করি এবং একটি উন্নত, সমৃদ্ধ বিশ্ব গড়তে একযোগে কাজ করি।

এতে জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মঈন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

তাছাড়া, গোমস্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যৌথভাবে দিবসটি উদযাপন করছে। যা এই অঞ্চলের অভিবাসীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার নিয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T.A.S / T.A.S

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ