ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দেবীগঞ্জে দন্ডপাল ইউপির রাজস্বের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ৩:৪৭

ইউনিয়ন পরিষদের  রাজস্ব আদায়ের প্রায় অর্ধকোটি টাকা চেয়ারম্যান ও সচিবের পকেটে এমনই অভিযোগ উঠেছে।  
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দণ্ডপাল ইউনিয়নের প্রায় ২১টি ইটভাটা থেকে রাজস্ব আদায়ের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ময়নুল হকের বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান মো:আজগর আলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ায় ওই ইউনিয়নে একছত্র সৈরাচারী হয়ে উঠে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোঃ ময়নুল হকের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের টাকা ইউনিয়ন পরিষদের হিসাব নম্বরে জমা না করে আত্মসাত করেছে।
দন্ডপাল ইউনিয়নের ইটভাটা মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন, প্রতিবছর মৌসুমের শুরুতেই ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। ট্রেড লাইসেন্স নবায়নের জন্য ইউনিয়ন পরিষদে ৫০ থেকে ৭৫ হাজার টাকা কর দিতে হয়। তবে ৭৫ হাজার টাকার রশিদ না দিয়ে ১৫ হাজার ৩শত টাকা বা কাউকে পাঁচ হাজার টাকার রশিদ দেন সচিব। দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইটভাটা থেকে তিনি কোন কর নিবেন না। এখন দেখেছি আগের তুলনায় প্রতিবছর টাকার পরিমাণ বাড়িয়েছেন।
ইউনিয়ন পরিষদের সরবরাহকৃত তথ্য থেকে জানা গেছে,হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান, নাগরিকত্ব, হাটবাজার, গাছ কর্তন, প্রত্যয়ন, পেশাকর, পশু সনদ উৎস থেকে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আয় ৫ লাখ ৩ হাজার ৮২১ টাকা।২০২৩-২৪ অর্থবছরে ৮ লাখ ২০ হাজার ৮১৯, ২০২৪-২৫ অর্থবছরে ১১ লাখ ৯৮ হাজার ৮৪৩ এবং ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট পর্যন্ত ৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা।
জানা গেছে ২০২২ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখে  মো: আজগর আলী চেয়ারম্যান পদে যোগদান করার পর ইউনিয়নের প্রতিটি ইটভাটা থেকে ৫০ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত কর আদায় করা হলেও এক টাকা ও পরিষদের রাজস্ব আদায় দেখানো হয়নি।
স্থানীয় সরকারের আইন অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান বা কোন শিল্প কারখানার মুলধন ৪০ লাখ টাকার উপর হলে, বাৎসরিক কর ৫০ হাজার টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দিতে হবে।এছাড়াও ট্রেড লাইসেন্সসহ আরো অন্যান্য খরচ মিলে ৭৫ হাজার টাকা।
মেসার্স এমআরবি ব্রিক্সের প্রোপাইটর মোকবুল হোসেন বলেন,গত মৌসুমে ইউনিয়ন পরিষদে ৭০ হাজার টাকা কর প্রদান করেছি।তবে আমাদেরকে ১৫ হাজার টাকার রশিদ কেটে দেন।আজগর চেয়ারম্যান ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ভাটা থেকে কর কম করে নেওয়ার। কিন্তু তা-না করে আরো বাড়িয়ে দিয়েছেন। লোহাগাড়া এলাকার এসবিবি ব্রিকসে ম্যানেজার খগেশ্বর বর্মনসহ একাধিক মালিকপক্ষ ও ম্যানেজার বলেন, গত বছর পরিষদে ৭০ হাজার টাকা কর দিয়েছি। সাড়ে ১৭ হাজার টাকার রশিদ দেয়। এবারও ৭৫ হাজার টাকা চেয়ে পরিষদ থেকে চিঠি দিয়েছে। কিছুই করার নাই কোন মতেই চলছি। ভ্যাট, ট্যাক্স, চাঁদা,ডিসি অফিসের এলআর ফান্ড, পরিবেশ অধিদপ্তরকে দিতেই ১০-১২ লাখ টাকা যায়। অটো রাইচ মিলের গোলাম আযম গোলাপ বলেন, প্রতি বছরে ইউনিয়ন পরিষদে কর বাবদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। 
দেবীগঞ্জ উপজেলা দন্ডপাল ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন জানান, আমি এই পরিষদ নতুন আসছি, এসেই প্রতিটি ইটভাটা ও কারখানাকে নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছি, রাজস্বের টাকা যেন সঠিক ভাবে ইউনিয়ন পরিষদে জমা হয়।
অভিযুক্ত দন্ডপাল ইউনিয়নের সাবেক ও বর্তমান মারেয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো:ময়নুল হক বলেন, ইউভাটা থেকে গত কয়েক বছর কোন কর আদায় হয়নি। একই কথা বলেন,পরিষদের চেয়ারম্যান মো:আজগর আলী। 

Aminur / Aminur

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ভূঞাপুরে রোগীদের ঔষধ নিশ্চিতে সারারাত্রি দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ

ত্রিশালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানা শ্রমিকদের বিক্ষোভ