মিরসরাইয়ে অরকিস এগ্রো ফার্মের যাত্রা শুরু
চট্টগ্রামের মিরসরাইয়ে মাংস ও দুধের চাহিদা পূরণ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে অরকিস এগ্রো ফার্ম। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বিষুমিয়ারহাট বাজারসংলগ্ন তাজপুর এলাকায় বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা এগ্রো ফার্মটির উদ্বোধন করেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ রেজাউল করিম মাস্টার।
তাজপুর মসজিদ কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় ফার্মের স্বত্বাধিকারী নাসির উদ্দীন দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি। এছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।
উদ্বোধক আলহাজ রেজাউল করিম মাস্টার বলেন, এগ্রো ফার্ম ব্যবসায় একজন মেধাবী শিক্ষার্থী অরকিস যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছ তা প্রশংসার দাবিদার। এই ফার্মের মাধ্যমে মিরসরাইবাসী চাহিদামতো গরু কিনতে পারবে, সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থান হবে।
ফার্মের স্বত্বাধিকারী নাসির উদ্দীন দিদার বলে, দেশের আমিষের কথা মাথায় রেখে আমার এই পথচলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা গরু সংগ্রহ করব। কোনো ধরনের কৃত্রিম প্রক্রিয়া ছাড়া স্বাভাবিক নিয়মে এই গরু গুলোকে মোটাতাজা করা হবে।
অরকিস এগ্রো ফার্মের উদ্যোক্তা অরকিস বলেন, বাবা-মায়ের উৎসাহ নিয়ে এবং শুভাকাঙ্ক্ষীদের প্রেরণায় আমি ছাত্রজীবনে এ ব্যবসায় মনোযোগ দিয়েছি। কৃত্রিমতা ছাড়াই আমরা প্রাকৃতিক নিয়মেই গরুর ফার্মটি চালাব। লাভের চেয়ে সেবাকে প্রধান্য দেব। মিরসরাইয়ের চাহিদা পূরণ করতে আমরা আরো বড় আকারে এ ফার্ম পরিচালনা করব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান