ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সুচের ফোঁড়ে আগামীর স্বপ্ন বুনছেন রায়গঞ্জের আখি খাতুন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ৩:৪৮

এক সময় বর্ষাকালীন সময়টা বাড়ির বউরা বেছে নিতেন নিজের মনের সবটুকু রং মিশিয়ে নঁকশিকাথা তৈরি করতে। নঁকশিকাথার প্রতিটা ফোঁড়ে থাকতো নারীমনের স্বপ্ন, আশা, ভালোবাসা।

গত বুধবার রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলায় দেখা মেলে কলেজ পড়ুশা শিক্ষার্থী আখি খাতুনের। সেখানে তিনি নকশি কাঁথার একটি স্টল নিয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জের কলেজ পড়ুয়া শিক্ষার্থী আখি খাতুন। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন এলাকার মৃত গোলাম রব্বানীর ছোট মেয়ে তিনি। ছেলেবেলায় অন্যসব শিশুর মতো তারও স্বপ্ন ছিল ভিন্নরকম কিছু করবেন। তার স্বপ্নটা ছিলো শখের নকশিকাঁথা নিয়ে। পাশাপাশি নকশি চাদর, কুশন কভার, শাড়ি, ওয়ান পিস-টু-পিস থ্রি-পিস, ওড়না, চাদরের কাজ।  

ভিন্নধর্মী এই স্টলটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী আখি খাতুন বলেন, হাতের কাজের কদর সবসময়ই থাকে এটা বলতেই হয়। কিন্তু আমার এই উদ্যোগ শুরু করার আগে আমি অনেকটা সময় নিয়ে বাজার বিশ্লেষণ করি। যার ফলে উদ্যোগের শুরু থেকেই খুব ভালো সাড়া পেয়েছি। কেননা ভিন্নধর্মী কাজের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা ছিল আমার। যার ফলে আমার প্রধান ক্রেতা মূলত নারীরা। বিশেষ করে ১৫-৪০ বছর বয়সি নারী। আমি এখন প্রস্তুত শখের কাজ গুলো সারাদেশের মানুষের হাতে পৌঁছে দিতে।

তিনি আরো বলেন, সমাজে নারীরা স্বাবলম্বী হলে সবাই ভালো থাকবে। উন্নয়নশীল দেশ গড়তে আমাদের নারী উদ্যোক্তা দরকার। শুরুটা ছোট থেকেই হোক। স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার সার্থকতাটাই আলাদা। আমাদের আগের প্রজন্মের নারীরা এত সুযোগ-সুবিধা পায়নি। বর্তমানে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধাও বেশি। নারীর মাথা উঁচু করে দাঁড়ানো প্রয়োজন তার নিজের জন্য তো বটেই, সমাজ ও দেশের জন্য ভীষণ দরকার।

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দা মোকাদ্দেস হোসেন সোহান জানান, আখি খাতুনের নকশিকাঁথা বিভিন্ন ডিজাইনে তৈরি করা । কাঁথাগুলো অনেক ভালো। এজন্য তারা এখানকার নকশিকাঁথা দেখতে ও কিনতে এসেছেন। 

তবে বিশ্লেষকেরা বলছেন, হাতের কাজের উদ্যোগের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে চাইলেও অতিরিক্ত উৎপাদনে যাওয়া সম্ভব হয় না। প্রতিটি কর্মী একটি নির্দিষ্টসংখ্যক কাঁথার বেশি সেলাই করার সক্ষমতা রাখেন না। তবে প্রশিক্ষণ আর আর্থিক সহযোগিতা পেলে প্রসার ঘটবে এমন দাবি আত্মপ্রত্যয়ী নারীদের। প্রশিক্ষণ আর আর্থিক সহযোগিতা দিয়ে গ্রামীণ নারীদের এই প্রচেষ্টাকে বাণিজ্যিক রূপ দিতে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন জানান, উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা নকশিকাঁথা সেলাই করে নিজেরাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও জানান, এই নারীগুলোকে যদি মহিলাবিষয়ক অধিদফতর থেকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তুলে যদি উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে তাদের আয় আরও বাড়বে। এতে সংসারে আরও উন্নতি ঘটবে এবং তাদের সাফল্য আসবে।

T.A.S / T.A.S

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন