ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সুচের ফোঁড়ে আগামীর স্বপ্ন বুনছেন রায়গঞ্জের আখি খাতুন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ৩:৪৮

এক সময় বর্ষাকালীন সময়টা বাড়ির বউরা বেছে নিতেন নিজের মনের সবটুকু রং মিশিয়ে নঁকশিকাথা তৈরি করতে। নঁকশিকাথার প্রতিটা ফোঁড়ে থাকতো নারীমনের স্বপ্ন, আশা, ভালোবাসা।

গত বুধবার রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলায় দেখা মেলে কলেজ পড়ুশা শিক্ষার্থী আখি খাতুনের। সেখানে তিনি নকশি কাঁথার একটি স্টল নিয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জের কলেজ পড়ুয়া শিক্ষার্থী আখি খাতুন। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন এলাকার মৃত গোলাম রব্বানীর ছোট মেয়ে তিনি। ছেলেবেলায় অন্যসব শিশুর মতো তারও স্বপ্ন ছিল ভিন্নরকম কিছু করবেন। তার স্বপ্নটা ছিলো শখের নকশিকাঁথা নিয়ে। পাশাপাশি নকশি চাদর, কুশন কভার, শাড়ি, ওয়ান পিস-টু-পিস থ্রি-পিস, ওড়না, চাদরের কাজ।  

ভিন্নধর্মী এই স্টলটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থী আখি খাতুন বলেন, হাতের কাজের কদর সবসময়ই থাকে এটা বলতেই হয়। কিন্তু আমার এই উদ্যোগ শুরু করার আগে আমি অনেকটা সময় নিয়ে বাজার বিশ্লেষণ করি। যার ফলে উদ্যোগের শুরু থেকেই খুব ভালো সাড়া পেয়েছি। কেননা ভিন্নধর্মী কাজের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা ছিল আমার। যার ফলে আমার প্রধান ক্রেতা মূলত নারীরা। বিশেষ করে ১৫-৪০ বছর বয়সি নারী। আমি এখন প্রস্তুত শখের কাজ গুলো সারাদেশের মানুষের হাতে পৌঁছে দিতে।

তিনি আরো বলেন, সমাজে নারীরা স্বাবলম্বী হলে সবাই ভালো থাকবে। উন্নয়নশীল দেশ গড়তে আমাদের নারী উদ্যোক্তা দরকার। শুরুটা ছোট থেকেই হোক। স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার সার্থকতাটাই আলাদা। আমাদের আগের প্রজন্মের নারীরা এত সুযোগ-সুবিধা পায়নি। বর্তমানে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধাও বেশি। নারীর মাথা উঁচু করে দাঁড়ানো প্রয়োজন তার নিজের জন্য তো বটেই, সমাজ ও দেশের জন্য ভীষণ দরকার।

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দা মোকাদ্দেস হোসেন সোহান জানান, আখি খাতুনের নকশিকাঁথা বিভিন্ন ডিজাইনে তৈরি করা । কাঁথাগুলো অনেক ভালো। এজন্য তারা এখানকার নকশিকাঁথা দেখতে ও কিনতে এসেছেন। 

তবে বিশ্লেষকেরা বলছেন, হাতের কাজের উদ্যোগের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে চাইলেও অতিরিক্ত উৎপাদনে যাওয়া সম্ভব হয় না। প্রতিটি কর্মী একটি নির্দিষ্টসংখ্যক কাঁথার বেশি সেলাই করার সক্ষমতা রাখেন না। তবে প্রশিক্ষণ আর আর্থিক সহযোগিতা পেলে প্রসার ঘটবে এমন দাবি আত্মপ্রত্যয়ী নারীদের। প্রশিক্ষণ আর আর্থিক সহযোগিতা দিয়ে গ্রামীণ নারীদের এই প্রচেষ্টাকে বাণিজ্যিক রূপ দিতে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন জানান, উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা নকশিকাঁথা সেলাই করে নিজেরাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও জানান, এই নারীগুলোকে যদি মহিলাবিষয়ক অধিদফতর থেকে প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তুলে যদি উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে তাদের আয় আরও বাড়বে। এতে সংসারে আরও উন্নতি ঘটবে এবং তাদের সাফল্য আসবে।

T.A.S / T.A.S

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন