ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২৫ বিকাল ৫:২৯

 নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসরদের যারা পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছেন সমাজের সর্বস্তর থেকে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের সাংবাদিকেরা। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে ‘‘জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতাকারি ফ্যাসিবাদের দোসরদের প্রকাশ্যে মঞ্চে নিয়ে পুনর্বাসনের পাঁয়তারার প্রতিবাদে সাংবাদিক ও ছাত্রজনতার মানববন্ধনে” বক্তব্য দানকালে তারা এ আহ্বান জানান।
পরীক্ষামূলক সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের সম্পাদক ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো এতে সভাতিত্ব করেন। দৈনিক রাজবার্তা প্রতিনিধি ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন প্রমুখ বক্তব্য দেন। মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়ার নওগাঁ জেলা প্রতিনিধি সোহেল রানা, বাংলা এডিশনের নওগাঁ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, এসএ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি এম, আর, রাজ, দৈনিক সকালের সময়ের মহাদেবপুর প্রতিনিধি আলহাজ¦ সাইফুর রহমান সনি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন কুমার বুলেট, দৈনিক বাংলার দূতের মহাদেবপুর প্রতিনিধি উজ্জল কুমার সরকার, বাংলানিউজ ঢাকা অনলাইনের মহাদেবপুর প্রতিনিধি জুয়েল মন্ডলসহ স্থানীয়রা এতে উপস্থিত ছিলেন।
যায়যায়দিন প্রতিনিধি ইউসুফ আলী সুমন বলেন, জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলেই আমরা ফ্যসিবাদমুক্ত হয়েছি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী দোসরদের যারা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে জনতা সর্বশক্তি দিয়ে তাদের রুখে দিবে। তিনি বলেন, মহাদেবপুরে জাতীয়তাবাদী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারি সাংবাদিকদের বাদ দিয়ে আওয়ামী দোসর কথিত সাংবাদিকদের পুনর্বাসন করা হচ্ছে। ফ্যাসিস্ট আমলে ভরা মেওসুমে ভারত থেকে চাল আমদানির বিরুদ্ধে আর নওহাটায় হাজার কোটি টাকা ব্যয়ে স্টিল খাদ্যশষ্য সাইলো নির্মাণে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় মামলা খেতে হয়েছে। মহাদেবপুর-বদলগাছীর যারা উন্নয়ন করেছেন তাদের বাদ দিয়ে যাকে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে তিনি যারা ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতার নামে চাঁদাবাজী, টেন্ডারবাজী, নিগো সিন্ডিকেট গড়ে তুলেছিল তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। ফ্যাসিস্ট আমলে যারা খাদ্যমন্ত্রীর গুণগান গেয়েছে তাদেরকে সাথে নিয়েই তিনি ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন।
সঞ্চালক কাজী সামছুজ্জোহা মিলন বলেন, গত ১৫ নভেম্বর মহাদেবপুরে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। বিতর্কীত ও ফ্যাসিবাদের দোসরদের মঞ্চে নিয়ে তিনি জাতীয়তাবাদী সাংবাদিকদের সাথে প্রকাশ্যে গ্রুপিং তৈরি করে দিচ্ছেন। ফ্যাসিবাদের দোসরদের এভাবে পুনর্বাসন মেনে নেয়া হবেনা। সভাপতি কিউ, এম, সাঈদ টিটো বলেন, ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ফজলে হুদা বাবুলের বন্ধু পরিচয় দিয়ে বরুণ মজুমদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদেরকে মঞ্চে নেয়ায় ইতিমধ্যেই বয়কট বয়কট ফজলে হুদা বয়কট স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই আসন। #

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা