বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র রূখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ কাজী মনিরুজ্জামান মনির

বিজিএমই’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলছেন, বাংলাদেশকে ধংস্ব করতে আওয়ামীলীগের প্রেতাত্বারা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্র রূখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার ২১ ডিসেম্বর রূপগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তারেক জিয়াকে যারা ভয় পায়, যারা তার নেতৃত্বের সামনে দাড়াতে পারবেনা তারা ষড়যন্ত্র করছে। এই দেশের মানুষের গণতন্ত্র রক্ষা করা, এই দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা, এই দেশে বৈষম্য দূর করার সমস্ত আন্দোলনকে সামনে রেখে তিনি সুন্দর কর্মসূচী দিয়েছেন। তা হলো ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়ন করতে আজকে লক্ষ লক্ষ লোক এখানে সমাগত হয়েছেন। এই ৩১ দফা সম্পর্কে আপনাদের সবাইকে জানতে হবে বুঝতে হবে এবং সাধারণ মানুষকে জানাতে হবে। কাজি মনির হুশিয়ারী দিয়ে বলেন তারেক জিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করা হবে।
শোভাযাত্রাটি সকাল ৯টায় তারাব পৌরসভার রূপসী ম্যাক্স গার্মেন্টস থেকে শুরু হয়ে রূপসী, বরপা, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া এলাকা হয়ে মুড়াপাড়া মঠেরঘাট মাঠে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মাসুম, সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহম্মদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিম সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাঈম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, রূপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা ও আলী হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.
