উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ২০২৩-২৪ অর্থবছরের এজিএম অনুষ্ঠিত
উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর'২৪) সন্ধ্যা ৬ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়।এজিএম উপলক্ষে সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটি পার্কের মাঠ প্রাঙ্গণ। এজিএমের শুরুতে গত এক বছরে প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব এবং ২৪'জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা, শহীদদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মকাণ্ডের উপর সাধারণ সম্পাদক প্রতিবেদন উপস্থাপন করেন, অর্থ সম্পাদক কর্তৃক ২০২৪-২০২৫ সালের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন পেশ করা হয় এবং অর্থ সম্পাদক কর্তৃক ২০২৩-২০২৪ সালের প্রাক্কলিত বাজেট পেশসহ সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনার পরে
অনুমোদন করেন সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সদস্যরা। বার্ষিক সাধারণ সভায় বক্তারা সেক্টর-১২'র নানা সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় ও সভাপতি শরীফ সান্টুর সভাপতিত্বে সভায় ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এ কে এম নাসির উল্যাহ, সহ-সভাপতি, মোহাম্মদ আক্তারুজ্জামান, মফিজ উদ্দীন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কাজী মোঃ আবুল হাসান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক, মোঃ মাজেদুল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস নাহিদা বেগম, দপ্তর সম্পাদক হোসাইন এম. কবীর, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, মোঃ শামসুল ইসলাম,মোঃ সুজন আলী, মোঃ রুহুল ইসলাম, মোঃ ওবায়েদুর রহমান, হাসান মাহমুদ সুজনসহ ওয়েলফেয়ার সোসাইটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। পরে নৈশভোজের মাধ্যমে সাধারণ বার্ষিক সভা এজিএম রাত ১১ টায় সমাপ্তি হয়।
এমএসএম / এমএসএম