কদমতলীতে এক শিশুর রহস্যজনক মৃত্যু
রাজধানীর কদমতলীর থানা এলাকায় মোঃ বিল্লাল (১১) শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে স্থানীয় ৬৫ নং ওয়ার্ড তুষার ধারা, জাম তলা এলাকায় মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলম হোসেনের ছেলে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর ) সকালে তার এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে আমাদের পুলিশ গেছে তদন্ত চলমান আছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নিহত বিল্লাল এর পরিবার সন্দেহ করছেন একই বাসায় ভাড়া থাকা মোসা: সিমি আক্তারের সাথে কিছুদিন আগে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এতে তার হাত থাকতে পারে। এ বিষয়ে মোসা: সিমি আক্তার দৈনিক সকালের সময় কে বলেন, আমার সাথে তাদের সাথে ঝগড়া হয়েছে ১ সপ্তাহ আগে, একজনকে প্রমাণ-সহ ধরতে হয়, তারা কোন প্রমাণ পায়নি আমাকে সন্দেহ করছে। আমাকে যদি প্রমাণ সহকারে ধরে তাহলে একটা কথা বলতে পারতো। আজকের নিহত এর ঘটনায় বাড়িওয়ালা আগে আসছে।
এদিকে, নিহত বিল্লাল এর বাবা মোঃ আলম হোসেন জানান, আমি দীর্ঘদিন ধরে মনির হোসেনের বাসায় ভাড়া থাকি, গত এক সপ্তাহ আগে ওই ভাড়াটিয়ার সাথে আমার স্ত্রীর সাথে কথা কাটা কাটি হয় এর কারণেই মনে হয় আমার ছেলেকে সিমি আক্তার মেরে ফেলেছে, ঘটনার সময় আমি এবং আমার স্ত্রী বাসার বাইরে কাজে ছিলাম পরবর্তীতে মুঠো ফোনে জানতে পারি আমার ছেলে নিহত হয়েছে। আমি এর সঠিক তদন্ত করে যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।
নিহত বিল্লাল এর মা মোসা: পারভীন বলেন, আমার ছেলে বিল্লাল আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে। নিহত বিল্লাল এর লেখাপড়া করতো। ওই মাদ্রাসার মারকাজুল সুন্নাহ এর শিক্ষক আব্দুল আজাদ সিরাজী জানান, দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় বিল্লাল লেখাপড়া করত তবে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল তার এই ধরনের মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। স্থানীয়রা জানায়, এই ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে অবগত না করে দাফন কাফনের ব্যবস্থা করে একটি চক্র পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ কে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
এ বিষয়ে কদমতলী থানার এসআই শফিক রহমান দৈনিক সকালের সময় কে বলেন, আমি ডিউটি করাকালীন অবস্থায় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদ মাধ্যমে জানতে পারি তুষার ধারা আবাসিক এলাকায় একটি আত্মহত্যা ঘটনা ঘটেছে। এই সংবাদের ভিত্তিতে আমি তাৎক্ষণিকভাবে আমার সঙ্গীও ফোর্স-সহ ঘটনা স্থলে আসি এবং আমি এসে দেখি বাঁশ থেকে আত্মীয়রা মোঃ বিল্লালকে নামিয়া রাখে। একটি ওড়না পাই ওড়না টি জব্দ করা হয়েছে। সঠিক কারণ নির্ণয় করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জামিল আহমেদ / জামিল আহমেদ