দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপি কর্মশালা
দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি বিষয়ে যুব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে ট্রান্সন্যাশনাল রেসপন্সেস অ্যাগেনস্ট করাপশন অ্যান্ড ক্লেপ্টোক্রেসি (ট্র্যাক) প্রকল্পের আওতায় এক কর্মশালা ২২ ডিসেম্বর ২০২৪ইং ঢাকা বিভাগে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি আইআরআই (আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট) এর আর্থিক সহায়তায় রূপসা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ৪২ জন যুব অংশগ্রহণ করেন। এখানে অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে তাদের দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি
বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি এবং আইন ও নীতিমালা সংস্কারে তাদের দায়িত্ব কর্তব্য উপস্থাপন করেণ। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাক্ষরতা অভিযান পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এবং দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি বিষয়ে প্রেজেন্টশন করেন শেখ মোস্তাফিজুর রহমান, পরিচালক (কর্মসূচী), রুপসা। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এম এস সিদ্দিকী, পরিচালক, বাংলাদেশ কম্পিটিশন কমিশন, ড. নাওশীন নওয়ার, অধ্যাপক ইন্সটিটিউট অব ইনফরমেশন এ্যান্ড টেকনোলজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. শিহাব খান, সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মো: মাজেদুল হক, সদস্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মো: জামাল নাসের খান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, রিফাত বিন আওলাদ, ডায়ালগ এসোসিয়েট, সেন্টার ফর পলিসি ডায়ালগ, ঢাকা।
কর্মশালায় যুবরা বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশব্যাপি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালায় যুবরা সততার অঙ্গীকারনামা পাঠ করেন যা দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি এর প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। উপস্থিত সকলে সততার অঙ্গিকারনামার প্রতি একমত পোষন করে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।
এমএসএম / এমএসএম