সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা-গুলিবর্ষণ, যুবলীগ নেতাকে টাকার বিনিময়ে ছেড়ে দিলো পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিলন হাজ¦ী নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় রায়হান কবির সুমন নামে এক যুবলীগ নেতাকে আটকের পর পুলিশ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০ টার উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন হাজ¦ী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ জানান।
ভুক্তভোগী মিলন হাজ¦ী বলেন, তিনি খাদুন এলাকায় সাড়ে ৭ শতাংশ জমিতে দোতলা বাড়ি নির্মাণ করে ভোগ দখলে আছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির ভুইয়া, যুবলীগ নেতা রায়হান কবির ভুইয়া সুমন মিয়া বেশ কিছুদিন ধরে আমার জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। বুধবার সন্ধ্যায় ঐ আওয়ামীলীগ নেতারাসহ ১৫/২০ জন পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিলন হাজ¦ীর বাড়িতে হামলা ভাংচুর চালাতে থাকে। পরে হামলাকারীরা বাড়িতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে চলে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার সময় যুবলীগ নেতা রায়হান কবির সুমনকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। পরে রাত ১০ টার দিকে এসআই কামরুলসহ পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে যুবলীগ নেতা সুমনকে ছেড়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা পুলিশের উপড় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত রায়হান কবির সুমনের সঙ্গে মুঠেফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।রায়হান কবির সুমন ৯৯৯ এ কল করেন। আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। সে কোন আসামী না। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) ’গ’ সার্কেল মেহেদী ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
T.A.S / T.A.S

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
