সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা-গুলিবর্ষণ, যুবলীগ নেতাকে টাকার বিনিময়ে ছেড়ে দিলো পুলিশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিলন হাজ¦ী নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় রায়হান কবির সুমন নামে এক যুবলীগ নেতাকে আটকের পর পুলিশ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০ টার উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন হাজ¦ী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ জানান।
ভুক্তভোগী মিলন হাজ¦ী বলেন, তিনি খাদুন এলাকায় সাড়ে ৭ শতাংশ জমিতে দোতলা বাড়ি নির্মাণ করে ভোগ দখলে আছেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির ভুইয়া, যুবলীগ নেতা রায়হান কবির ভুইয়া সুমন মিয়া বেশ কিছুদিন ধরে আমার জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল। বুধবার সন্ধ্যায় ঐ আওয়ামীলীগ নেতারাসহ ১৫/২০ জন পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিলন হাজ¦ীর বাড়িতে হামলা ভাংচুর চালাতে থাকে। পরে হামলাকারীরা বাড়িতে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে চলে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার সময় যুবলীগ নেতা রায়হান কবির সুমনকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। পরে রাত ১০ টার দিকে এসআই কামরুলসহ পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে যুবলীগ নেতা সুমনকে ছেড়ে দেয়। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা পুলিশের উপড় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত রায়হান কবির সুমনের সঙ্গে মুঠেফোনে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।রায়হান কবির সুমন ৯৯৯ এ কল করেন। আমি তাকে উদ্ধার করতে গিয়েছিলাম। সে কোন আসামী না। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) ’গ’ সার্কেল মেহেদী ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
T.A.S / T.A.S
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি