ভূঞাপুর এ যেন হলুদের রাজ্য

বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। যেদিকে দুচোখ যায়, শুধু হলুদ আর হলুদ। ফসলের মাঠ যেন এক হলুদের রাজ্যে পরিণত হয়েছে। সকালে সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সাথে সাথেই সরিষা ফুলে হেসে উঠে চারিদিক।
ফুল আসায় নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির গুঞ্জন, যা পুরো এলাকা জুড়েই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সীর দর্শনার্থীরা। আর সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন মাঠে মাঠে সরিষা ফুলের এমন সৌন্দর্য চোখে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। পুরো মাঠ যেন হলুদ গালিচায় ঢেকে গেছে। সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ মেখে।
এদিকে সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য এসব জমির পাশে পোষা মৌমাছির সারি সারি বাক্স সাজিয়ে রেখেছে মৌয়ালরা। বাক্স থেকে হাজার হাজার মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক যুগ থেকে আরেক যুগে পদার্পণ, এ অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর মুহূর্ত।
ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহের ফলে সরিষা ফুলে সহজেই পরাগায়ন ঘটে এবং সরিষার ফলন ২০ শতাংশ বেড়ে যায়। একই সাথে মধু আহরণ করে লাভবান হচ্ছে মৌচাষিরা।
এছাড়াও সরিষা থেকেই তৈরি হচ্ছে খাঁটি সরিষার তৈল, গরুর স্বাস্থ্যকর খাবার, খৈল এবং জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে সরিষার গাছ। সরিষা চাষে খরচ কম ও বেশি লাভজনক হওয়ায় প্রতি বছরের ন্যায় উপজেলায় এবছরও ব্যাপকভাবে সরিষা চাষ করেছেন কৃষকরা।
উপজেলার সরিষা চাষিরা বলেন, আশা করছি এ বছর সরিষা আবাদ ভালো হবে। প্রথমদিক ঘন কুয়াশার কারণে কিছুটা চিন্তিত ছিলাম। কুয়াশার প্রভাব কেটে যাওয়ায় সরিষার ফলন ভালো হবে। সরিষা আবাদে আমরা ভালো লাভবান হতে পারবো।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, চলতি বছরে যমুনা চরাঞ্চলসহ উপজেলায় ৩ হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উপজেলার ৫ হাজার ৬০০ জন কৃষকে প্রণোদনা কর্মসূচি হিসেবে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সেই সাথে কিভাবে সরিষার আবাদ বৃদ্ধি করা যায় সেই বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।
T.A.S / T.A.S

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
