আওয়ামী লীগের দোসর ৩ সিন্ডিকেটের হাতে জিম্মি আর. জে. এস. সি

ছাত্র জনতার জুলাই অভ্যুত্থাণে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন অনেক দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা, আবার অনেকেই গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একমাত্র প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি (আর.জে.এস.সি) অফিস, কাওরান বাজার, টিসিবি ভবন। যেকোনো বড় কোম্পানি খুলতে হলে এই সংস্থার দ্বারস্থ হতে হয়। এই সংস্থাটি এখনও স্বৈরাচার ও পতিত সরকার শেখ হাসিনার দোসরদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
এই দোসরদের অন্যতম হিসেবে পরিচিত রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি (আরজেএসসি) এর শীর্ষ দুর্নীতিবাজ এবং জাল জালিয়াতির মাস্টার মাইন্ড আর.জে.এস.সির নিবন্ধক মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) ও তার ডানহস্ত খ্যাত সহকারী নিবন্ধক মোঃ হারুন অর রশিদ (বর্তমানে কর্মরত বিভাগীয় অফিস, রাজশাহী) ও তার সহযোগী রনজিৎ কুমার রায়। সহকারী নিবন্ধক হারুন অর রশিদ গত স্বৈরাচার সরকার শেখ হাসিনার পিএস মাগুরার-২ আসনের সাবেক এমপি সাইফুজ্জমান শেখরের আত্মীয় পরিচয়ে পুরোটা সময়েই আর.জে.এস.সি. অফিস নিয়ন্ত্রণ করতো।
স্বৈরাচারের এই দোসর বিভিন্ন সময়ে শেখ হাসিনার খুব কাছের লোকদের নাম বিক্রি করে ও আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যেত এবং বর্তমানেও চালাচ্ছে। তিনি বিভিন্ন সময়ে ঢাকা- চট্টগ্রাম রাজশাহী ও খুলনা বিভাগের দায়িত্বে থাকলেও সেখানে সে ডিউটি না করে সে ঢাকা হেড অফিসের পাশে শাহ আলী টাওয়ার নামে একটি বিল্ডিং এ একটি কনসালটেন্সি ফাম (বর্তমানে মা অ্যাসোসিয়েট) খুলে প্রায় ১০ জনের মত তার আত্মীয়-স্বজন এবং লোকবলের মাধ্যমে তিনি এটা নিয়ন্ত্রণ করছেন। এর ফলে আর.জে.এস.সি পুরোটাই তার নিয়ন্ত্রণে রয়েছে। বিগত ১৫ বছর ধরে ঢাকাস্থ আরজেএসসি অফিসের একটি রুম তার দখলে রয়েছে এবং উক্ত রুমের চাবিও তার কাছে। এমনকি বিভাগীয় অফিসে থাকাকালীনও সময়েও উক্ত রুমটি তার দখলে ছিল। উক্ত অফিসে তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। দেশ ও দশের কল্যাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ দিকে নজর দেয়া প্রয়োজন। পত্র-পত্রিকা মারফত বিভিন্ন সূত্রমতে জানা যায়, এই আর.জে.এস.সি থেকে সিন্ডিকেটের মাধ্যমে সহকারী নিবন্ধক মোঃ হারুনুর রশিদ কোটি কোটি টাকা কামিয়েছেন তার মিরপুরে ডিওএইচএস রয়েছেন কোটি টাকার ফ্লাট। গ্রামের বাড়ি যশোরে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, মিরপুর থানার পিছনে তার মেয়ের নামে রয়েছে কোটি টাকার ফ্ল্যাট।
এছাড়া তার নামে ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এ ব্যাপারে অভিযুক্ত সহকারী নিবন্ধক হারুন অর রশিদের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি গাড়িতে আছেন এবং এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। অন্য একটি সূত্রে জানা যায়, বর্তমান নিবন্ধক মোঃ মিজানুর রহমান কে ম্যানেজ করে এই অধিদপ্তরটি হারুন অর রশিদের পকেটের লোক দ্বারা পরিচালিত হচ্ছে। টাকা ছাড়া এখানে কোন কোম্পানির নিবন্ধন হয় না। শোনা যায়, বর্তমান নিবন্ধক মোঃ মিজানুর রহমান স্বৈরাচারের দোসর জেনেও হারুন অর রশিদকে পুনঃসাপোর্ট দিয়ে যাচ্ছে কেন তা বোধগম্য নয়। অন্য একটি সূত্রে জানা যায়, তার আরেকজন অন্যতম সহযোগী হলেন উপ-নিবন্ধক রঞ্জিত কুমার পাল তিনি এই প্রতিষ্ঠানের আরেকজন গডফাদার যিনি বিভিন্ন অপকর্ম এবং অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়ে ভারতে পাচার করেছেন তার বাড়িও বরিশালে।
তাকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি তিন বছর যাবত একটি টাকাও ঘুষ গ্রহণ করি নাই। অথচ তিনি এই দপ্তরে দীর্ঘদিন একই পদে কর্মরত আছেন এবং তারও রয়েছে একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্য প্রায় বিশ জন তার ভিতরে তার একজন তার স্ত্রীর বোনও রয়েছে। যার মাধ্যমে সে বিভিন্ন কাজ ভাগিয়ে নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ ছাড়া অতীতেও হারুন অর রশিদের ব্যাপারে বিভিন্ন পত্র-পত্রিকায় দুর্নীতির খবর এসেছে। এমনকি আওয়ামীগের দোসর হওয়ার পরও তার লাগামহীন দুর্নীতি সম্পর্কে বর্তমান সচিবকে অবহিত না করে বরং এখন তার পদোন্নতির আবাস পাওয়া যাচ্ছে। ইতোপূর্বে মোঃ আনিসুজ্জামান খান, বাসা-৪৪, রোড-৩, সেক্টর-১১, উত্তরা, ঢাকা উনার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানালেও এবং দুদক বরাবর বিস্তর অভিযোগ জমা পড়লেও অদৃশ্য কারণে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ব্যবসায়ী ও ভুক্তভোগীদের দাবী এই অধিদপ্তরে স্বচ্ছতা আনতে হলে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এমএসএম / এমএসএম

মাদকবিরোধী কঠোর অভিযানে গেন্ডারিয়া থানা

জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, বিপুল সংখ্যক ককটেল-মাদক উদ্ধার

তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে- আফাজ উদ্দিন

তারেক রহমানকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে: মোস্তফা জামান

উত্তরায় মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে “শুভ মহালয়া” উদযাপিত হবে

উত্তরায় বিএনপি নেতা কফিলউদ্দিন'র মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ ও পথসভা

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে-‘ব্লু ড্রীম’ এর নতুন শাখার উদ্বোধন

যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত
