ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি ও মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ৩:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের অন্যতম শিক্ষা, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইত্তিহাদ ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি এবং এ উপলক্ষে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার সকাল দশটা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। "ফুলের মতো ফুটবো মোরা আলো ন্যায় ছুটবো, জ্ঞানের আলোর সাথে নিয়ে দেশটাকে মোরা গড়বো" এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন  ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমিদুল হক চৌধুরী। আর সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য নাঈমুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জননেতা তাওহীদুল হক চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্য ইউএনও বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ বাংলাদেশ, তোমাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাই একজন শিক্ষার্থী যোগ্য হওয়ার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকরা সচেতন থাকতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরা যথা যোগ্যতায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে অতুলনীয় ভূমিকা রাখে। আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে মেধাবীরা। মেধাবীদেী হাতে দেশ সুপথে পরিচালিত হবে। দেশ আরও এগিয়ে আসবে। সবার সাফল্য ও গৌরবোজ্জ্বল ক্যারিয়ার কামনা করছি। 

ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তাওহীদুল হক চৌধুরী বলেন, ইত্তিহাদ ফাউন্ডেশন সীতাকুণ্ডের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই বৃত্তি কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। 

উল্লেখ্য যে, ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাতশতের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ৯৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতকার্য হন।  অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় কৃতকার্যদের হাতে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও নানা সামাজিক কাজের মাধ্যমে ইত্তিহাদ ফাউন্ডেশন গেল দুই বছরের মধ্যে সামাজিক সংগঠন হিসেবে মানুষের অন্তরে ঠাঁই করে নিয়েছে। শিক্ষার প্রসারের পাশাপাশি ইত্তিহাদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে সর্বদা সহযোগিতা করা হয়ে থাকে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কে মনির, সাংগঠনিক সম্পাদক ফারহান সিদ্দিক, মানবজমিনের আব্দুল্লাহ আল ফারুক, কালেবেলার সাংবাদিক ইকবাল হোসেন, বিজনেস বাংলাদেশের আব্দুল মামুন, সমাজসেবক পিয়ার আহমদ পেয়ারু, রাশেদুল ইসলাম, নাজিম উদ্দীন, মো. রাফি, জামিল আল ফয়সাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা