নেত্রকোনায় বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস
নেত্রকোনায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ বই তুলে দেয়া হয়েছে। জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্না সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসব উদ্ধোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকতা মোঃ খামরুজ্জামান.উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুল আওয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিবাবকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলার মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষাথর্ীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,জেলায় নতুন বছরে ২৭ হাজারের অধিক বই বিতরণ করা হয়েছে। জানুয়ারীতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হবে।
এমএসএম / এমএসএম