ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১-১-২০২৫ রাত ৮:২৫

বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি।

বগুড়া আলতাফুনেচ্ছা খেলার মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রধান সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, "জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল তাদের অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাত্রদলের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তবে ঐতিহ্য ও চেতনার আলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করবে ছাত্রদল।"

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে নেতারা বলেন, বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র চলছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলেই দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে, যা ষড়যন্ত্রকারীরা মেনে নিতে পারছে না।

উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই আয়োজনের শুরুতে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হন। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধার স্তম্ভ, হাতি-ঘোড়ার প্রতীক, পালকি ও বর-বধূর সাজে মিছিল ছিল বিশেষ আকর্ষণ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়াও বেলুন উড়ানো, কেক কাটা এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বক্তারা জাতীয় ঐক্য ও সংগঠনের শক্তি দিয়ে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা