ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

উত্তরা ১১ নং সেক্টর সমিতির নামে বরাদ্দকৃত প্লট রাজউক অন্যথায় বরাদ্দ দেওয়ায় সেক্টরবাসীর মানববন্ধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৬:২২

উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির বরাদ্দ কৃত জমি অন্যায় ভাবে ভূমিদস্যু আব্দুল লতিফের নামে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।

এ সময় তারা লতিফের নামে   অবৈধ ভাবে জমি বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করেন। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ১১ নং সেক্টর বড় মসজিদের সামনে জুম্মার নামাজ শেষে মানববন্ধন করেন। এ সময় তারা ভূমিদস্যুদের আস্তানা জ্বালিয়ে দাও পুরিয়ে দাও। আমাদের জমি দখলে কেন জবাব চাই জবাব চাই, জবাব চাই দিতে হবে।  আমাদের জমি দখলে কেন জবাব চাই জবাব চাই। ভূমিদস্যুদের আস্তানা উত্তরায় থাকবে না এমন স্লোগানে স্লোগানে উত্তরার গরীব-এ-নেওয়াজ এভিনিউ  কাঁপিয়ে তোলেন।
এ সময় তারা মসজিদ সড়ক থেকে স্লোগান দিতে দিতে ১১ নং সেক্টর কল্যাণ সমিতির অফিসের সামনে গিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, রাজউকের হেড আফিসের এক অসাধু কর্মকর্তা কোটি টাকা ঘুষ দিয়ে উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির অফিসের জায়গা ভূমিদস্যু লতিফের নামে  বরাদ্দ দিয়েছে। তারা আরো বলেন, সেই ব্যক্তি রাজউকের তদবির বাণিজ্যের সিন্ডিকেট সদস্য।
এই ঘটনার প্রতিবাদে বরাদ্দ বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার তারা  উত্তরার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ৬ নং সেক্টরে অবস্থিত  রাজউকের উত্তরা আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ  মিছিল করে। ওই সময় তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের পরিচালকের সাথে দেখা করে এলাকাবাসীর স্বাক্ষরিত বিভিন্ন দাবি জানিয়ে স্মারক লিপি ও জমা দেন। সেখানে তারা অবিলম্বে ভুমিদস্যু আব্দুল লতিফের নামে অবৈধ বরাদ্দের বাতিল চেয়ে আবেদন করেন।

বক্তারা আরো বলেন, কল্যাণ সমিতির জমি অন্য লোকের নামে বরাদ্দের ঘটনায় উত্তরায় অপ্রীতিকর ঘটনা বা হতাহত হলে এর দায় রাজউককে নিতে হবে। তারা আরো বলেন, ভূমিদস্যু লতিফের নামে অবৈধ বরাদ্দ বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অবৈধ এই বরাদ্দ বাতিল না হলে প্রয়োজনে তারা রাজউকের বিরুদ্ধে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে। জানা যায়  যিনি রাজউক থেকে ৫ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন তার নাম আব্দুল লতিফ।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন ভুইয়া।  উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির  সাবেক সভাপতি ডাক্তার মঈন উদ্দিন আহমদ।উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক  রেজাউল করিম,নিরাপত্তা সম্পাদক ইব্রাহিম মুন্সি ও সমাজ কল্যাণ সম্পাদক আজমল হোসেন মাল্দার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম- আহ্বায়ক মো: আফাজ উদ্দিন। এ ছাড়াও  বিএনপি নেতা মাসুম বিল্লাহসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন  মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড. ফাজলি এলাহী, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির উপদেষ্টা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আরব আলীসহ ১১ নং সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচিতে  স্থানীয় লোকজন ছাড়াও মসজিদের ইমাম মোয়াজ্জেম,বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও আপামর জনগণ উপস্থিত ছিলেন। এ সময় তাদের সাথে মানববন্ধনে যোগ দেন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক