বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলা শুরু
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। শনিবার বিকাল সাড়ে ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক বলেন, “সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, এবং এসএমই মেলার মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহিত করা, তাদের তৈরি পণ্য বাজারজাত করার লিংকেজ তৈরি করা। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে উদ্যোক্তাদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।” তিনি আরও জানান, “বগুড়াতে চামড়া শিল্প ও কৃষি জাত পণ্যের একটি অঞ্চল তৈরি করার লক্ষ্যে সরকারের প্রোগ্রাম রয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার, এবং বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দক হোসেন, বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম।
এবারের বিভাগীয় এসএমই পণ্যমেলায় মোট ৭০টি স্টল অংশগ্রহণ করছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলার প্রধান উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ, পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা প্রদান।
এছাড়া, মেলার মাধ্যমে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণের সুযোগও থাকবে।
এমএসএম / এমএসএম