ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর আজ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ১২:২৪
আজ ৭ জানুয়ারি। সীমান্তে  কিশােরী ফেলানী হত্যার ১৪ বছর। ২০১১ সালের এই দিন কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর  সীমান্তে  ভারতীয়  সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র গুলিতে নির্মম হত্যাকান্ডের শিকার হয় ফেলানী। দীর্ঘ সাড় চার ঘণ্টা কাটা  তারে ঝুলন্ত  থাকে ফেলানীর মরদেহ। গণমাধ্যমসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলার তীব্র সমালোচনায়   মুখে পড়ে ভারত। পরে বিএসএফ এর বিশেষ কাের্ট দুই দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘােষকে। এ রায় প্রত্যাখ্যান  করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুম এর সহযােগিতায় ভারতীয় সুপ্রিমকাের্টে রীট আবেদন করে ফেলানীর পরিবার। এই হত্যা কান্ডের ১৪ বছরও সুষ্ঠু বিচার পায়নি ফেলানীর পরিবার। ফেলানীর বাবা-মায়ের অভিযােগ আমরা ন্যায়  বিচার পাননি।  তবে অন্তবর্তী  সরকারের নিকট আন্তর্জাতিক  আদালতের মাধ্যমে সঠিক বিচার পাব বলেও প্রত্যাশা করেন  তারা। 
কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলানীটারী গ্রামের দরিদ্র নূরুল ইসলাম  দশজনের মতাে পারি জোমান ভারতে। পরিবার নিয়ে থাকতেন ভারতর বঙ্গাইগাঁও এলাকায়। নূরুল ইসলামর বড় মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদশ। বিয়ের উদ্দেশ্যে  নিজ দেশে ফেরার সময়  ভারতের কাটাতারের টপকে  আসতে হবে তাদের। ৭ জানুয়ারি শুক্রবার ভােরে ৬টা ফুলবাড়ির সীমান্তে মই বেয়ে কাটাতারে টপকায় ফেলানীর বাবা। পরে কাটাতার টপকানোর  চেষ্টা করার সময় ফেলানী ভারতীয় বিএসএফ’র  গুলিবিদ্ধ  হয়। গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ধরে ছটফট করে কাটাতারেই ঝুলা অবস্থায়  নির্মমভাবে  মৃত্যু হয়   কিশােরী ফেলানীর। এরপর সকাল পোনে ৭টার থেকে নিথর দেহ কাঁটাতাঁর ঝুলে থাকে দীর্ঘ সাড় ৪ঘণ্টা। এঘটনায় বিশ্বব্যাপী তােলপাড় শুরু হল ২০১৩ সালর ১৩ আগষ্ট ভারতের কােচবিহার জেনারেল সিকিউরিটি ফাের্স কাের্ট ফেলানী হত্যা মামলার বিচার শুরু হলে স্বাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। ওই বছরর ৬ সেপ্টেম্বর আসামী অমিয় ঘােষকে খালাস দেয় বিএসএফ এর বিশেষ কাের্ট। পরে রায় প্রত্যাখ্যান  করে পুনঃবিচারের দাবী জানায় ফেলানীর বাবা। ২০১৪ সালর ২২ সেপ্টেম্বর পূনঃবিচার শুরু হলে ১৭ নভেম্বর আবারও আদালত স্বাক্ষ্য দেন ফেলানীর   বাবা। ২০১৫ সালর ২ জুলাই এ আদালত পূণরায়  আসামী অমিয় ঘােষকর খালাস দেয়। রায়ের পর একই বছর ১৪ জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রীম কাের্ট রিট পিটিশন করে। ওই বছর ৬ অক্টােবর রিট শুনানী শুরু হয়। ২০১৬, ২০১৭ এবং ২০১৮  সাল কয়েক দফা শুনানী পিছিয় যায়। পরে ২০২০ সালর ১৮ মার্চ করােনা শুরুর আগে শুনানীর দিন ধার্য হলেও শুনানী হয়নি এখনও। এদিক মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম  ও মা জাহানারা বেগম।
ফেলানীর বাবা নূরুল ইসলাম বলেন, ফেলানী হত্যার ১৪ বছর হয়ে গেল এখন পর্যন্ত  বিচার পাই নাই। ভারতীয় সুপ্রিমকার্ট বিচারটা নিয়া গেলাম, কয়েকবার শুনানীর তারিখ দিলেও তা পিছিয় গেছে। কয়েকদিন আগে শুনলাম শুনানী হবে। তবে কবে হবে এর কােন তারিখ পাইনি। আমি আমার মেয়ে ফেলানী হত্যাকারীর বিচার মরার আগে দেখে যেতে চাই। একই কথা জানান ফেলানীর মা জাহানারা বেগম। তিনি জানান, অনেকবার মেয়ে হত্যার দাবি জানিয়েছি কােনাে বিচার  পাইনি।   
কুড়িগ্রাম জজ কাের্টের সাবেক পাবলিক প্রসিকউটর এ্যাড. এস এম আব্রাহাম লিংকন জানান, ভারতের মহামান্য সুপ্রিমকাের্ট ফেলানী হত্যা মামলার রীট তালিকাভূক্ত রয়েছে। সেটি যত দ্রত শুনানী হবে ততই মামলাটির অগ্রগতি হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কুড়িগ্রামের সভাপতি এডভোকেট ফখরুল ইসলাম জানান, ফেলানী হত্যার রিট পিটিশনটি ভারতের উচ্চ আদালতে ঝুলে আছে। আমরা মনে করি পিটিশনটি উথ্যাপন করে ফেলানী হত্যার বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করবে ভারত সরকার। এতে করে দু’দেশের দীর্ঘ সীমান্তে হত্যার ঘটনা কমে আসবে। 
 
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারী গ্রামের নুর ইসলাম ও জাহানারা দম্পতির ৮ সন্তানের মধ্যে সবার বড় মেয়ে ছিল ফেলানী। পরিবারের অভাব অনটন দুর করতে কাজের সন্ধানে স্বপরিবারে চলে যান ভারতে। মেয়েকে বিয়ে দিতে দালালের 
 মাধ্যমে দেশে ফেরার সময় এ হত্যাকান্ডের শিকার হয় ফেলানী।

এমএসএম / এমএসএম

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক