নওগাঁয় বিএডিসি'র অবৈধ কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় বিএডিসি'র অবৈধ কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার এসোসিয়েশন।
বৃহস্পতিবার দুপুর দুই টায় শহরের বই পট্টি হোটেল আয়োজনে লিখিত বক্তব্যে বিএডিসি'র নওগাঁ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা শাখার ০১ (ডিসেম্বর) দাখিলকৃত কমিটি কো-অপ্ট সদস্য করার দাবি এবং ০৭ (জানুয়ারি) অনুষ্ঠিত অবৈধ কমিটি বিলুপ্ত করে পুনরায় বৈধ কমিটিকে ঘোষনা করার দাবি করে তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ও জেলা প্রশাসক কে বৈধ কমিটি কে প্রাধান্য দেওয়ার দাবি জানায়।
সাধারণ সম্পাদক হুদা রেজাউন্নবী বলেন, আমরা বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের নওগাঁ জেলার নির্বাচিত কমিটির সদস্য। গত ৩০ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে নওগাঁ জেলায় বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের নওগাঁ জেলার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্বৈরাচারি সরকারের সময়ের তাদের দোসরদের সাজানো কমিটি বিলুপ্ত করে একটি পূর্নাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বিএডিসির নিবন্ধিত বীজ ও সার ডিলারদের মধ্য থেকে সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম, প্রোঃ অব মেসার্স মন্ডল ট্রেডার্স, খলসী বাজার, বদলগাছি, নওগাঁ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ হুদা রেজাউন্নবী প্রোঃ অব মেসার্স মন্ডল ট্রেডার্স, চৌবাড়িয়া বাজার, মান্দা, নওগাঁ কে মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির পক্ষ থেকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে প্রতিনিধিত্ব করার বিষয়ে নবগঠিত পূর্নাঙ্গ কমিটির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম কে করার পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক নওগাঁ ও সভাপতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটি নওগাঁ বরাবর আবেদন প্রেরণ করা হয়। উক্ত কমিটি দ্বারা সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে হঠাৎ গত ৭ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে সাধারণ সভায় পতিত স্বৈরাচারি সরকারের সময়ের তাদের দোসর লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়। নওগাঁ জেলায় বিএডিসির বীজ ও সার ডিলার এসোশিয়েশনের বার্ষিক সমন্বয় সভায় বৈধভাবে গঠিত নির্বাচিত কমিটির সদস্য অর্থাৎ আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচারি সরকারের দোসররা কোন ভাবেই যেন আমাদের কমিটিতে প্রভাব ফেলতে না পারে এবং আমাদের বৈধ কমিটি দ্বারা পরিচালনা করতে বাধাগ্রস্থ না করতে পারে এবং কো-অপ্ট সদস্য হিসেবে বৈধ পূর্নাঙ্গ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কে ঘোষণা করার জন্য উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নওগাঁ ও সদস্য সচিব, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি নওগাঁ কে পদক্ষেপ নেওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে সরকার, প্রশাসন ও দেশবাসীর কাছে উক্ত বিষয় আমরা তুলে ধরলাম।
এ সময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি জাকারিয়া মন্ডল, আব্দুল হামিদ, মোস্তাফিজুর রহমান, বেলাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ইমদাদুল হক, মেহেদী হাসান, সবুজ আলী, কোষাধক্ষ খোরশেদ আলম, দপ্তর সম্পাদক দেওয়ান এবাদুল হক, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য আব্দুল ওয়াহেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু
Link Copied