ঢাকা শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বগুড়ায় শিবিরের সাবেক নেতাদের মিলনমেলা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ৩:৩৮

বগুড়ার টিটু মিলনায়তনে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আয়োজনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। এই জনগণের আকাঙ্ক্ষা পূরণে জামায়াত-শিবিরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ক্ষমতা পেলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করব। ইসলাম বিজয়ের পতাকা উড়ানো না পর্যন্ত ত্যাগ ও কুরবানি দিয়ে আমরা এগিয়ে যাব।”

তিনি আরও বলেন, “যে ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের কাছে পরিত্যক্ত। জামায়াত-শিবির তাদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা অপতৎপরতা চালাচ্ছেন, তারা কখনো সফল হতে পারবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও জামায়াতের বগুড়া অঞ্চল প্রধান অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি মঞ্জুরুল ইসলাম বলেন, “শিবিরকে বাদ দিয়ে বাংলাদেশে জুলাই বিপ্লবের ইতিহাস লেখা সম্ভব নয়। প্রয়োজনে শাহাদতের শপথ নিয়ে ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিবির প্রস্তুত।”

মিলনমেলায় শিবিরের প্রায় আড়াই হাজার সাবেক কর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং সাবেক ছাত্রনেতা হেদাইতুল ইসলামের পরিচালনায় এ মিলনমেলায় আরও বক্তব্য দেন মাওলানা আলমগীর হোসাইন, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, সাবেক শিবির নেতা মিজানুর রহমান, নুরুল আমীন সরকার, আব্দুস সালাম তুহিন, আনিছুর রহমান, মো: সেলিম রেজা, আব্দুল কাদিম, আলাউদ্দীন সোহেল, আল আমিন, আজগর আলী, ইকবাল হোসেন, মেহেদী হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

তাড়াশে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যরকম এক সমুদ্র বিলাস কক্সবাজারে

দহগ্রাম সীমান্তে বিজিবির প্রতিবাদে তারকাঁটা নির্মাণ বন্ধ করলো বিএসএফ, বিজিবির টহল জোরদার

গণমাধ্যম কর্মীদের সহায়তায় ঘরের ব্যবস্থা হলো বৃদ্ধা রেনু বালা'র

ফের সচল হবে সীমান্ত বাণিজ্যে

মাদারীপুরে ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মা নকশা’ বইয়ের মোড়ক উন্মোচন

চৌগাছায় ভাটায় পুড়ছে ইট, নষ্ট হচ্ছে পরিবেশ

সাভারে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের মূলে চালকদের প্রতিযোগিতা

শার্শায় ইজারাবিহীন পশুর হাটে বেশুমার লুটপাটের অভিযোগ

জয়পুরহাট ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ছিন্নমূল ঘুমন্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রৌমারী সীমান্ত থেকে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ

বোয়ালমারীতে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব পালিত

মানিকগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব: নিহত ১