নিরব প্রশাসন
চৌগাছায় ভাটায় পুড়ছে ইট, নষ্ট হচ্ছে পরিবেশ
যশোরের চৌগাছায় সরকারী নিয়ম কানুনকে তোয়াক্কা না করে রমরমা ব্যবসা করে যাচ্ছে ইটভাটা মালিকরা। ফসলি জমি হতে মাটি সংগ্রহ করা, ভাটায় হরহামেশে গাছ পুড়ানো, অধিক দামে ইট বিক্রি করা, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝেই ভাটা তৈরী করে ফসল ও পরিবেশ নষ্ট করা যেন নিয়মে পরিনত হয়েছে। এ সকল ভাটাকে সরকার কি ভাবে অনুমতি দিয়েছেন তা নিয়ে প্রশ্ন জনমনে।
চৌগাছা-পুড়াপাড়া সড়কে কমলাপুর মোড়ে একে একে তিনটি ভাটা গড়ে উঠেছে। ওয়জিউল্লাহ ব্রিকস, সানি ব্রিকস ও হাশেম ইটভাটা। মুলত এই তিনটি ভাটা মৌসুম শুরুর আগে থেকেই মাটি সংগ্রহসহ সব কাজেই চালান নিরব প্রতিযোগীতা। এতে করে কে ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন আর কে লাভবান হচ্ছেন তা দেখার মত সময় ভাটা মালকদের নেই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে এই ভাটা মালিকগন বিশেষ করে ওয়াজউল্লাহ ভাটা মালিক জিলান শেখ ও সানি ভাটার মালিক গোলাম রসুল ধরাকে সরাজ্ঞান না করে রমরমা ব্যবসা করেছেন এখনও সেই ধারাবাহিকতা অব্যহত আছে। ভাটায় পুড়ছে গাছ, পাশে কিছু কয়লা স্তুপ করে রাখা হয়েছে যা দেখিয়ে ভাটা মালিক পার পেয়ে যান এমনটিই জানান স্থানীয়রা। এই ভাটার পাশেই অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ভাটায় পোড়ানো গাছ ও কয়লার ছাই উড়ে যেয়ে পড়ছে বিদ্যালয়ের মাঠে। মাঠেই কোমলমতি শিশুরা দৌড়া দৌড়ি খেলাধুলা করেন। একই অবস্থা সানি ব্রিকসের। এই ভাটার পাশেই রয়েছে বিপুল পরিমান ফসলি জমি। মৌসুম শুরু হলে ভাটার কারনে ফসলের নানা সমস্যা দেখা দেয়। স্থানীয় কৃষকরা নানা ভাবে কথা বলেও কোনই প্রতিকার পাইনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক বলেন, ভাটা মালিকরা বেজায় ক্ষমতাধর। যখন যে সরকার আসে তখন তারা ওই সরকারের কাছের মানুষ হয়ে যায়। ফলে কৃষকসহ সাধারণ মানুষ মারা যাক বা বেঁচে থাকুক তাদের কিছুই যাই আসে না।
ওয়াজিউল্লাহ ও সানি ভাটার মাঝ খান দিয়ে বয়ে গেছে একটি পিচ সড়ক যা পুড়াপাড়া বাজারের সাথে যেয়ে মিশেছে। এই সড়কটি এখন দেখলে অনেকের বুঝে উঠা কঠিন এটি পাকা না কাঁচা। ভাটা মালিকরা মাটি কেটে ভাটাতে জড়ো করার সময় সড়কে মাটি পড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝিরঝির সৃষ্টি হলে চরম ঝঁকিপূর্ণ হয়ে উঠে ভাটার এলাকার সড়কটি। পথচারী বিল্লাল হোসেন বলেন গত বছরে রাস্তায় মাটি পড়ে থাকায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় কাঁদা। এসময় মোটরসাইকেল ¯িøপ করে পড়ে যায় এবং বেশ ক্ষতিগ্রস্থ্য হই। দু’টি ভাটার সামনেই কমলাপুর বাজারের অবস্থান। এখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু ভাটা দুটির কারনে এই বাজারের ব্যবসায়ী এমনকি বাজারে আগত কেউ নিরাপদ নই। পাশাপাশি তিনটি ভাটায় পাল্লা দিয়ে ইট পোড়ানোর কারনে ধোঁয়া ও ছাই এলাকার পরিবেশ নষ্ট করছে অথচ প্রশাসন নিরব।
এ বিষয়ে ওয়াজিউল্লাহ ব্রিকসের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান বলেন, আমরা সব কিছু মেনেই ভাটা পরিচালনা করছি। কোন কাঠ ভাটায় পোড়ানো হয়না। কয়লার দাম বেশি তারপরও আমাদের মালিক জিলান শেখ কয়লা দিয়েই ইট পোড়ান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর হতে তাদের লাইসেন্স নেয়া আছে।
এ ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহাকে ফোন করা হলেও তিনি ফোন রিসির্ভ করেননি।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন
তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা
চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি