মাদারীপুরে ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মা নকশা’ বইয়ের মোড়ক উন্মোচন
মাদারীপুরে এক ব্যতিক্রমী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার মোঃ মুজিবর রহমান রচনা ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মা নকশা’ নামের এই বইটির মোড়ক উন্মোচন করা হয় মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার, সাংবাদিক সংগঠনের কার্যালয়ে। বইয়ের লেখক তার স্বাগত বক্তব্যে এই ব্যতিক্রমী বইয়ের রচণার উদ্দেশ্য ও এর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করে একটি চমৎকার ও বর্তমান প্রেক্ষিত ভূমি সেবা সহজীকরণ ও সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হয় এমনই একটি বক্তব্য উপস্থাপন করেন। ১৯টি প্রবন্ধের মাধ্যমে সাবলীল ভাষায় উপস্থাপিত বইটি সম্পাদনা করেছেন তার মেয়ে মৌরী রহমান। যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে।
মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ও সাহিত্যক মু. সেলিম ফরাজী, সাংবাদিক, লোকসংস্কৃতি ও ইতিহাস গবেষক কবি সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়া‘র সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সাংবাদিক ও বিশিষ্ট লেখক রিপন চন্দ্র মলিক, জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি সাংবাদিক ফায়েজুল শরীফসহ কবি, বিশিষ্ট সাংবাদিক ও লেখকবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন, ‘বইটি শুধু একটি সাহিত্য কর্ম নয়, এটি মানুষের হৃদয়ে গ্রোথিত বাস্তবতার নিখুঁত প্রতিচ্ছবি ও ভালবাসা। লেখক তাঁর গভীর চিন্তা ও গবেষণার মাধ্যমে প্রতিটি শব্দে প্রেম ও ভূমির সম্পর্ককে নতুন এক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। বইটির প্রতিটি পৃষ্ঠা সাধারণ মানুষের হৃদয়ের গভীরে প্রশান্তি এনে দেয়। ভূমির প্রতি মানুষের চিরন্তন সম্পর্ক ও অনুভব: ভূমি এবং মানুষের আত্মিক সম্পর্কের বর্ণনা যা পাঠকের হৃদয়ে নাড়া দেবে। সাহিত্য ও বাস্তবতার মেলবন্ধনে এক নতুন দৃষ্টিকোণ: বাস্তব জীবনের সঙ্গে সাহিত্যকে জুড়ে দেখানোর এক অভিনব প্রয়াস। লেখক মোঃ মুজিবর রহমান তাঁর কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলাসা করে জীবনের গল্প নয়, এটি এক ধরণের দর্শন, যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একই সূত্রে আবদ্ধ।
যারা এই বইটি পড়বেন, তারা এক নতুন উপলব্ধির পথে হাঁটবেন, যেখানে ভালোবাসা এবং ভূমির প্রতি মানুষের মমতা এক সার্বজনীন বন্ধনে আবদ্ধ। “প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা” এক অসাধারণ সৃষ্টি, যা মানুষের মনকে আলোকিত করবে এবং অন্তরকে গভীর করে নতুন ভাবনায় উদ্বুদ্ধ করবে। পাশাপাশি ভূমির জটিলতা সহজীকরণ করে তোলা হয়েছে।
এমএসএম / এমএসএম
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন