ঢাকা শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

মাদারীপুরে ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মা নকশা’ বইয়ের মোড়ক উন্মোচন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-১-২০২৫ বিকাল ৫:১৫

মাদারীপুরে এক ব্যতিক্রমী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার মোঃ মুজিবর রহমান রচনা ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মা নকশা’ নামের এই বইটির মোড়ক উন্মোচন করা হয় মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার, সাংবাদিক সংগঠনের কার্যালয়ে। বইয়ের লেখক তার স্বাগত বক্তব্যে এই ব্যতিক্রমী বইয়ের রচণার উদ্দেশ্য ও এর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করে একটি চমৎকার ও বর্তমান প্রেক্ষিত ভূমি সেবা সহজীকরণ ও সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হয় এমনই একটি বক্তব্য উপস্থাপন করেন। ১৯টি প্রবন্ধের মাধ্যমে সাবলীল ভাষায় উপস্থাপিত বইটি সম্পাদনা করেছেন তার মেয়ে মৌরী রহমান। যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে।
মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ও সাহিত্যক মু. সেলিম ফরাজী, সাংবাদিক, লোকসংস্কৃতি ও ইতিহাস গবেষক কবি সুবল বিশ্বাস, মৈত্রী মিডিয়া‘র সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সাংবাদিক ও বিশিষ্ট লেখক রিপন চন্দ্র মলি­ক, জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি সাংবাদিক ফায়েজুল শরীফসহ কবি, বিশিষ্ট সাংবাদিক ও লেখকবৃন্দ। 
এসময়ে বক্তারা বলেন, ‘বইটি শুধু একটি সাহিত্য কর্ম নয়, এটি মানুষের হৃদয়ে গ্রোথিত বাস্তবতার নিখুঁত প্রতিচ্ছবি ও ভালবাসা। লেখক তাঁর গভীর চিন্তা ও গবেষণার মাধ্যমে প্রতিটি শব্দে প্রেম ও ভূমির সম্পর্ককে নতুন এক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন। বইটির প্রতিটি পৃষ্ঠা সাধারণ মানুষের হৃদয়ের গভীরে প্রশান্তি এনে দেয়। ভূমির প্রতি মানুষের চিরন্তন সম্পর্ক ও অনুভব: ভূমি এবং মানুষের আত্মিক সম্পর্কের বর্ণনা যা পাঠকের হৃদয়ে নাড়া দেবে। সাহিত্য ও বাস্তবতার মেলবন্ধনে এক নতুন দৃষ্টিকোণ: বাস্তব জীবনের সঙ্গে সাহিত্যকে জুড়ে দেখানোর এক অভিনব প্রয়াস। লেখক মোঃ মুজিবর রহমান তাঁর কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলাসা করে জীবনের গল্প নয়, এটি এক ধরণের দর্শন, যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একই সূত্রে আবদ্ধ।
যারা এই বইটি পড়বেন, তারা এক নতুন উপলব্ধির পথে হাঁটবেন, যেখানে ভালোবাসা এবং ভূমির প্রতি মানুষের মমতা এক সার্বজনীন বন্ধনে আবদ্ধ। “প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা” এক অসাধারণ সৃষ্টি, যা মানুষের মনকে আলোকিত করবে এবং অন্তরকে গভীর করে নতুন ভাবনায় উদ্বুদ্ধ করবে। পাশাপাশি ভূমির জটিলতা সহজীকরণ করে তোলা হয়েছে।

এমএসএম / এমএসএম

নবীনগরে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় রিপন মুন্সিকে সংবর্ধনা

কটিয়াদী নজরুল একাডেমির বার্ষিক সভা অনুষ্ঠিত

তাড়াশে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের অন্যরকম এক সমুদ্র বিলাস কক্সবাজারে

দহগ্রাম সীমান্তে বিজিবির প্রতিবাদে তারকাঁটা নির্মাণ বন্ধ করলো বিএসএফ, বিজিবির টহল জোরদার

গণমাধ্যম কর্মীদের সহায়তায় ঘরের ব্যবস্থা হলো বৃদ্ধা রেনু বালা'র

ফের সচল হবে সীমান্ত বাণিজ্যে

মাদারীপুরে ‘প্রেম সাহিত্যের আত্মা-ভূমির আত্মা নকশা’ বইয়ের মোড়ক উন্মোচন

চৌগাছায় ভাটায় পুড়ছে ইট, নষ্ট হচ্ছে পরিবেশ

সাভারে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের মূলে চালকদের প্রতিযোগিতা

শার্শায় ইজারাবিহীন পশুর হাটে বেশুমার লুটপাটের অভিযোগ

জয়পুরহাট ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ছিন্নমূল ঘুমন্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রৌমারী সীমান্ত থেকে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ