ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রাজিবপুরে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট, অভিযোগ নেয়নি ওসি


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ২:১৩

ঘটনার নয়দিন অতিবাহিত হলেও বসতবাড়িতে গিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ  উঠেছে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন এর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ন্যায় বিচার চেয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা বালিয়ামারাী পশ্চিমপাড়া গ্রামে।
ভুক্তভোগী পরিবার, অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালিয়ামারী নয়াপাড়া গ্রামের শাহাদত হোসেন এর পুত্র সাকোয়াত হোসেন সাকিল এর সাথে মনিরুজ্জানের সাথে বিদেশ যাওয়ার শর্ত অনুয়ায়ী চুক্তি হয় এবং কাতারে পাঠায়। সাকোয়াত হোসেনকে যে কাজ দেওয়া কথা, কাতার দেশে গিয়ে তিনি সেই কাজে যোগদান করেন। চারমাস চাকুরি করার পর কোন কারণ ছাড়াই স্বইচ্ছায় ওই দেশের পুলিশের কাছে ধরা দেয় সাকোয়াত হোসেন। ওই দেশের পুলিশের হেফাজতে আটক সাকোয়াত হোসেনকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। 
এদিকে সাকোয়াত দেশে ফিরে এসে মনিরুজ্জানের কাছে বিদেশ যাওয়ার সময় যে খরচ দেওয়া হয়েছে তা ফেরতের জন্য চাপ সৃষ্টি করে। এনিয়ে গত একমাস আগে রাজিবপুর থানায় একটি বৈঠক হয়। ওই বৈঠকে বিদেশ যাওয়ার সকল ডকুমেন্ট সঠিক থাকায় শালিশদারগণ মনিরুজ্জানের পক্ষে রায় দেন। কিন্ত সাকোয়াত হোসেন এ রায় না মেনে ঘটনার দিন আব্দুল আজিজ ও শাহাদত হোসেন এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশিয় ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে মনিরুজ্জানের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালায় এবং আলমারীর ড্রয়ার ভেঙ্গে সাড়ে ৩ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণলঙ্কার নেয়। এসময় পরিবারের লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরেদিন মনিরুজ্জামান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে রাজিবপুর থানায় অভিযোগ দিলে ওসি তা গ্রহণ করেননি। পরে ন্যায় বিচার চেয়ে মনিরুজ্জামান কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন দেন।  
ভুক্তভোগী মনিরুজ্জামান বলেন, ঘটনার পরেরদিন থানায় অভিযোগ নিয়ে গেলে ওসি অভিযোগ গ্রহণ করেননি। ওসি আমাকে বলেন যে, টাকা ও স্বর্ণলঙ্কার লুটের লেখাটি কেটে দিয়ে অভিযোগ দেন। তা না হলে অভিযোগ নেওয়া সম্ভব না।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন জানান. এবিষয় নিয়ে কেউ আমাকে অভিযোগ দেয়নি বা আমি কিছু জানিও না।

এমএসএম / এমএসএম

নেত্রকোনার মদনে হাওরের সংকট মোকাবেলায় বারসিকের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে জেলের কাছে চাঁদা দাবি, অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গোপালগঞ্জে এ বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে শেষ

হাটহাজারী গার্লস স্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ

পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে মরিয়া জুলাই গণ হত্যা মামলার আসামী ফারুক

ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঠানপাড়া বাজারে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন

কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় স্থাপনাগুলো আধুনিকায়ন করা হবে-উপদেষ্টা ফরিদা আখতার

মনপুরা'র বিচ্ছিন্ন চরগুলোতে এখনো রয়ে গেছে বাপ দাদার আমলের সাঁকো

সাভারে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহী-৬ আসনে ‘পরিচ্ছন্ন রাজনীতি’র মুখ আরিফুল ইসলাম বিলাত

রাণীশংকৈলে শ্মশান ঘাটে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন