ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

চিলমারিতে অবৈধভাবে বালু উত্তোলন, রাজস্ব বঞ্চিত সরকার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ১:২৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে চলছে বালি উত্তোলনের   মহাউৎসব। বছরে প্রায় ৫\৭ কোটি টাকার বালি লুট করছে  একটি বালু সিন্ডিকেট চক্র ।  বছরের পর বছর থেকে বালি লুটের মহাউৎসব চলার সাথে বেড়েই চলছে অবৈধ ড্রেজারের সংখ্যা। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই ব্রহ্মপুত্রের চিলমারীর প্রায় শতাধিক পয়েন্টে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়ে  গ্রামসহ হাজার  একর জমি  নদী গর্ভে বিলীন  হচ্ছে।  মাঝে-মধ্যে লোক দেখানো দায়  সারা অভিযান চালানো হচ্ছে । সেই সুযোগে সিন্ডেকেট চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। 

জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে বছরের পর বছর ধরে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করছে একটি সিন্ডেকেট চক্র।   শুরুর দিকে ২/১ টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও বর্তমানে  প্রায় অর্ধশতাধিক অবৈধ ড্রেজার দিয়ে ব্রহ্মপুত্রের নদের  বালি উত্তোলন ও বিক্রি করছে। জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকার আবারও শুরু হয়েছে   বালু উত্তোলনের ব্যবসা। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন ছাড়াও ব্রহ্মপুত্রের বুকের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।  ফকিরেরহাট এলাকার নাম না প্রকাশ করার সত্যে  স্থানীয়রা অনেকে  বলেন, একে তো অবৈধ ভাবে বালু উত্তোলন করছে, অপরদিকে  বাঁধের  সড়কও শেষ করছে।

এদিকে  দিনরাত বালু তোলা  আর বিক্রি করার কারণে  ভাঙ্গন রোধের পিচিং ডেবে যাচ্ছে কিন্তু কেউ দেখে না। প্রতিদিন চিলমারী থেকে ডামট্রাক,   ট্রাকটর দিয়ে হাজার হাজার ঘনফুট বালু যাচ্ছে জেলাসহ বিভিন্ন প্রান্তে আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব। সূত্র মোতাবেক  প্রতি মাসে প্রায় ৪০ লাখ   টাকার:উপরে  বালি বিক্রি হয়। চিলমারী বিভিন্ন পয়েন্ট থেকে  প্রতি ঘনফুট বা সিএফটি বালি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা, যদিও তা তুলতে সিএফটি প্রতি খরচ হয় অনেক কম।  প্রতি বছর কোটি কোটি টাকার বালু বিক্রি হলেও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। 

চিলমারী ইউনিয়নের বাসীন্দারা জানান, ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করায় গত বছর বর্ষার সময় শতশত বাড়িঘরসহ হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলিন হয়েছে, অভিযোগ করেও লাভ হয়নি। চিলমারী বন্দর থানার (ভার: কর্মকর্তা) আইসি ইমতিয়াজ কবির জানান, আমাদের লোকবল কম   থাকায় সব স্থানে অভিযান  সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং বালু মহালের জন্য চেষ্টা চলছে, আশা করি তা দ্রত বাস্তবায়ন হবে।

এমএসএম / এমএসএম

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ