চিলমারিতে অবৈধভাবে বালু উত্তোলন, রাজস্ব বঞ্চিত সরকার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে চলছে বালি উত্তোলনের মহাউৎসব। বছরে প্রায় ৫\৭ কোটি টাকার বালি লুট করছে একটি বালু সিন্ডিকেট চক্র । বছরের পর বছর থেকে বালি লুটের মহাউৎসব চলার সাথে বেড়েই চলছে অবৈধ ড্রেজারের সংখ্যা। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই ব্রহ্মপুত্রের চিলমারীর প্রায় শতাধিক পয়েন্টে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়ে গ্রামসহ হাজার একর জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। মাঝে-মধ্যে লোক দেখানো দায় সারা অভিযান চালানো হচ্ছে । সেই সুযোগে সিন্ডেকেট চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে বছরের পর বছর ধরে অবৈধ ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করছে একটি সিন্ডেকেট চক্র। শুরুর দিকে ২/১ টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও বর্তমানে প্রায় অর্ধশতাধিক অবৈধ ড্রেজার দিয়ে ব্রহ্মপুত্রের নদের বালি উত্তোলন ও বিক্রি করছে। জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন বন্ধ থাকার আবারও শুরু হয়েছে বালু উত্তোলনের ব্যবসা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন ছাড়াও ব্রহ্মপুত্রের বুকের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ফকিরেরহাট এলাকার নাম না প্রকাশ করার সত্যে স্থানীয়রা অনেকে বলেন, একে তো অবৈধ ভাবে বালু উত্তোলন করছে, অপরদিকে বাঁধের সড়কও শেষ করছে।
এদিকে দিনরাত বালু তোলা আর বিক্রি করার কারণে ভাঙ্গন রোধের পিচিং ডেবে যাচ্ছে কিন্তু কেউ দেখে না। প্রতিদিন চিলমারী থেকে ডামট্রাক, ট্রাকটর দিয়ে হাজার হাজার ঘনফুট বালু যাচ্ছে জেলাসহ বিভিন্ন প্রান্তে আর সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব। সূত্র মোতাবেক প্রতি মাসে প্রায় ৪০ লাখ টাকার:উপরে বালি বিক্রি হয়। চিলমারী বিভিন্ন পয়েন্ট থেকে প্রতি ঘনফুট বা সিএফটি বালি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা, যদিও তা তুলতে সিএফটি প্রতি খরচ হয় অনেক কম। প্রতি বছর কোটি কোটি টাকার বালু বিক্রি হলেও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
চিলমারী ইউনিয়নের বাসীন্দারা জানান, ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করায় গত বছর বর্ষার সময় শতশত বাড়িঘরসহ হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলিন হয়েছে, অভিযোগ করেও লাভ হয়নি। চিলমারী বন্দর থানার (ভার: কর্মকর্তা) আইসি ইমতিয়াজ কবির জানান, আমাদের লোকবল কম থাকায় সব স্থানে অভিযান সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং বালু মহালের জন্য চেষ্টা চলছে, আশা করি তা দ্রত বাস্তবায়ন হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
