ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামে সয়াবিনের ঘাটতি কমাতে সরিষা চাষে ঝুঁকছে কৃষক


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:২৮

বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে সয়াবিন তেল। হু-হু করে বৃদ্ধি পাচ্ছে সয়াবিনের মূল্য। ফলে রান্না ঘরে তেলের সংকট কাটাতে সরিষা চাষের প্রতি ঝুঁকে পরেছে কুড়িগ্রামের কৃষকরা। পাশে দাঁড়িয়েছে সরকারি কৃষি বিভাগও। ফলে সরিষা চাষে সম্পৃক্তদের মাঝে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।
সরজমিন কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ট্যাংরার ভিটা নামক এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তির্ন এলাকা জুড়ে চাষ করা হয়েছে সরিষা। অপেক্ষাকৃত এলাকাটি নীচু হওয়ায় প্রতিবছর বন্যায় জমিগুলো ৪ থেকে ৫ মাস পানিবন্দী থাকে। এসময় কোন চাষাবাদ হয় না। বন্যার পানি নদ-নদী থেকে নেমে গেলেও এখানকার পানি আটকে থাকে শুকিয়ে না যাওয়া পর্যন্ত। ফলে একমাত্র ভরসা বোরো ধান চাষ। তবে একাধিকবার বন্যা হলে অথবা বিলম্বিত বন্যার ফলে অনেক সময় সেই ধানও ঘরে তুলতে পারে না কৃষক। ফলে সাড়ে ৩০০ বিঘা জমি অনাবাদি পরে থাকে। এখন ক্ষতি কমাতে সরিষা চাষের পর বোরো আবাদে ঝুঁকে পরে কৃষক।
ট্যাংরারভিটা গ্রামের কৃষক ফজলুল হক জানান, আমাদের এই জায়গাটি নীচু। ফলে বন্যার কারণে কোন বার বোরো ধান পাই। কোন বার পাই না। ধানে লাভ বেশি না হওয়ায় সরিষা চাষ করি। এতে আমাদের তেল খাওয়াও চলে। বিক্রি করে টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মেটাই।
কৃষক শহিদুল জানান, আমি ৯বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এতে বীজ, হালচাষ, সেচ, ঔষধ, কাটামারাসহ প্রতি বিঘায় খরচ প্রায় সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকা। তিন মাস পর আমি সরিষা মাড়াই করতে পারবো। বিঘায় উৎপাদন প্রায় ৪মন। প্রতিমন সারিষার মূল্য ৩ হাজার টাকা। বিঘায় ১২ হাজার টাকা পাওয়া যায়। এতে আমাদের ৭ থেকে সাড়ে ৭হাজার টাকা লাভ থাকে। 
অপরদিকে ধানে বিঘায় খরচ প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা। বিঘায় ধান পাওয়া যায় ২০ থেকে ২২মন। মনপ্রতি ধান ৮০০ থেকে ১০০০ টাকা। তবে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ফলে এখানে বারবার ক্ষতির সম্মুক্ষিন হওয়ায় ধানে লাভের চেয়ে লোকসান বেশি গুণতে হয়।
কৃষাণি সাজেদা জানান, সয়াবিন তেলের দাম বেশি। সরিষা ভাঙি তেল বানে খাই। গরিব মানুষ টাকা দিয়া তেল কিনবের পাই না।
গৃহিনা নুরজাহান জানান, এবারতো বাজারোত সয়াবিন তেল নাই। দামও বাড়ি গেইছে। অল্প জমিতে সরিষা চাষ করি তেল বানাই। বিক্রি করি সংসার চালাই।
 উপসহকারি কৃষি অফিসার নকুল কুমার জানান, ট্যাংরার ভিটা গ্রামে প্রায় সাড়ে ৩ শতাধিক বিঘা কৃষি জমি রয়েছে। প্রতিবছর এসব জমিতে এখানকার কৃষকরা অল্পবিস্তর সরিষা চাষ করে। এবার সরকারি প্রণোদনা ও পূণর্বাসন কর্মসূচি পাওয়ায় ২০০ বিঘা জমিতে সরিষা চাষ করেছে।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন জানান, বর্তমান বাজারে সয়াবিন তেলের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এরই প্রেক্ষিতে তেলের ঘাটতি কমাতে সরিষা চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। গতবার ১ হাজার ৮৩৭ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এবার সেটা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৩৮ একর জমিতে রুপান্তরিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ