ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৪:২১

বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস। এছাড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সাইফুর রহমান শাহিন ও সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কাওসার অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সেক্রেটারি এস এম আবু সাঈদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংস্কৃতিক দল উপস্থিত দর্শকদের ‍উদ্দেশ্যে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে।

প্রধান অতিথি মেজবাউল করিম তার বক্তব্যে বলেন, “শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় শিল্পের উন্নয়ন এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ মেলা বগুড়ার ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এখানে হস্তশিল্প, তৈরি পোশাক, খাদ্যদ্রব্য, বিভিন্ন ধরনের রাইডস ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

এমএসএম / এমএসএম

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি