ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চৌগাছায় গুড় মেলা নিয়ে নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৪-১-২০২৫ বিকাল ৫:৫৩

 খেজুর গুড়ের ঐতিহ্যকে ধরে রাখতে গত দুই বছরের মত এ বছরও যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী গুড় মেলার আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এই মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রশাসন।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি বুধ, বৃহস্পতি ও শুক্রবার গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

তিনি জানান, উপজেলা চত্তরে অনুষ্ঠিত গুড়ের মেলা ১৫ জানুয়ারি সকাল ১০ টায় যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম  মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া ১৭ জানুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মেলায় উপস্থিত থাকবেন।

তিনি আরো জানান, যশোরসহ অত্র অঞ্চলে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং গাছিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক সম্ভবনা সৃষ্টির লক্ষে গুড়ের মেলা আয়োজন করা হয়েছে। বিগত দুই বছরের মত এ বছরও গুড়ের মেলা ব্যাপক সাড়া ফেলবে বলে তিনি প্রত্যাশা করেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সেভ দ্যা ট্যাডিশন এ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর যশোর অঞ্চলের খেজুর গাছ ও সংশ্লিষ্ট গাছিদের নিয়ে বিগত কয়েক বছর ধরে ব্যাপক গবেষনা করেন। উপজেলা প্রতিটি গ্রামে গ্রামে যেয়ে গাছিদের নিয়ে শুরু করেন উঠান বৈঠক। গাছিদের উন্নয়নে ও যশোরের ঐতিহ্য ধরে রাখতে প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় মতবিনিময় করেন। এছাড়া খেজুর গাছ রক্ষা ও গাছিদের নিয়ে নানা কর্মকান্ড চালাতে থাকেন। ওই সময়ে তিনি তথ্য প্রকাশ করেন অত্র উপজেলা এক দশক আগেও খেজুর গাছের সংখ্যা দেড় লাখের বেশি ছিল। বর্তমানে তা নেমে ৫৫ হাজারে এসেছে। এছাড়া এক দশক আগেও উপজেলাতে ৪ থেকে ৫ হাজার গাছি থাকলেও নানা কারনে সেই সংখ্যা কমে এখন দাড়িয়েছে সাড়ে ৮শ মত। খেজুর গাছ রক্ষা, গাছিদের উন্নয়ন ও গুড় বাজারজাতের নিশ্চিয়তা প্রদান করা হলে খেজুর গাছের প্রতি গাছিদের আগ্রহ তৈরী হবে। একই সাথে গুড়ের উৎপাদনও বৃদ্ধি পাবে। খেজুর গাছ নিয়ে তার এই আন্দোলন ও গবেষনার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সহযোগিতায় সাবেক উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার কাছে অবহিত করেন। একই সাথে তিনি সার্বিক সহযোগীতা কামনা করেন। মোহাম্মদ আবু বকরের এই কার্যক্রম নিয়ে নির্বাহী কর্মকর্তা খোঁজখবর নেন। পরবর্তীতে সরকারীভাবে খেঁজুর গাছ রক্ষা ও গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেন। একপর্যায় ২০২৩ সালে প্রথম গুড়ের মেলার প্রচলন শুরু হয় চৌগাছায়।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা