সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার বিরুদ্ধে ভুঁইফোড় সংবাদকর্মী নামধারীদের অনলাইন পোর্টালে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সন্দ্বীপের ১২টি সামাজিক সংগঠন।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সমন্বয়ক মো. আশ্রাফের সভাপতিত্ব এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন জনি, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, মুছাপুর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কোব্বাদ মেম্বার, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হেসেন মুকুল, সন্দ্বীপ ইমাম খতিব মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ দিদারুল আলম, পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রায়হান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার চেয়ারম্যান, সহ সভাপতি হুমায়ুন কবির সওদাগর, হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ প্রমুখ। মানববন্ধনে অংশ নেয়া সংগঠন গুলো হলো সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদ, সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরাম৷ সন্দ্বীপ অধিকার আন্দোলন,সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন, ইশা ব্লাড ডোনার ফোরাম সন্দ্বীপ, সন্দ্বীপ ছাত্র যুব পরিষদ, বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ সন্দ্বীপ।
এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!
