ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

উত্তরা জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ৩:৪২

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক (এস্টেট ও ভূমি-২) জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উত্তরা, টঙ্গী ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘উত্তরা ও আশপাশের এলাকায় প্রায় ১ লাখেরও বেশি মানুষের বসবাস। রাজউক জোনাল অফিস স্থানান্তরিত হলে তারা সহজে সেবা থেকে বঞ্চিত হবেন।

দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধ কিংবা মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে। এদিকে, সম্প্রসারিত উত্তরা (৩য় পর্ব) আবাসিক প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্লট বরাদ্দের বিষয়ে রাজউক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দের প্রক্রিয়া এখনো চলছে। এলাকাবাসীর আশা, রাজউক তাদের দাবি পুনর্বিবেচনা করে জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে।

উত্তরা ৩য় প্রকল্পের ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির পক্ষথেকে দাবীসমূহ 
১) ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে যে সকল ব্যাক্তি বর্গের নামে প্লট বরাদ্দ দিয়েছিল তা বাতিল করে ক্ষতিগ্রস্ত ক্যাটাগরীতে প্লট দেওয়ার আবেদন জানাচ্ছি।

২) অবকাঠামো, ৫ কাঠা ও তদুর্ধ্ব জমির প্রত্যেক ক্ষতিগ্রন্থকে এককভাবে পুনর্বাসন প্লট বরাদ্দ দিতে হবে অর্থাৎ আলাদা আলাদা আবেদনকারীদের যৌথ নামে প্লট বরাদ্দ দেয়া চলবে না।

৩) 'বসতবাড়ী হারানো ক্ষতিগ্রস্থরা অধিগ্রহণকৃত জায়গা ৫ কাঠার কম হলেও প্লটের আবেদন করতে পারবে রাজউকের বিজ্ঞপ্তিতে এরূপ উল্লেখ না থাকার কারণে যারা আবেদন করতে পারেনি, বর্তমান এবং অদ্যবহিত পূর্বের এল.এ. কেইসের এরূপ ক্ষতিগ্রস্থদের বেলায় জমাকৃত আবেদনপত্রের সাথে উক্ত বসতবাড়ীটি সংযোজনের সুযোগ দিতে হবে। স্বামী-স্ত্রী আলাদা আবেদনে আলাদা প্লট দিতে হবে।

৪) এল.এ.কেইস নং ৭/২০০০-২০০১ এবং ৬/২০০১-২০০২ এ ক্ষতিগ্রস্থদের উভয় এওয়ার্ড সংযুক্ত করার সুযোগ দিতে হবে।

৫) বিভিন্ন আইনী জটিলতার কারণে যারা যথাসময়ে প্লটের জন্য আবেদন করতে পারেনি, তাদের আবেদনের সুযোগ দিতে হবে।

৬) উত্তরাবাসীর সুয়োগ সুবিধার স্বার্থে রাজউক এস্টেট ও ভুমি-২, উত্তরা জোনাল অফিস, স্থানান্তর করা যাবে না।
জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল মানববন্ধনে উপস্থিত ছিলেন, উত্তরা ৩য় প্রকল্পের ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির সভাপতি, আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, জামাল উদ্দিন ভূঁইয়া, চান মিয়া বেপারী, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ফিরোজ জামান, আরিফ সুলতান খান লাভলু,  প্রমূখ।

এমএসএম / এমএসএম

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান