ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনষ্ঠানের দাবি


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ৩:১৯

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবীতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে শনিবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর দেশের সেরা উইকেট সমৃদ্ধ শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি চরম অবিচার ও বৈষম্য করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারনে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি। ফলে স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারীসহ সব অবকাঠামোয় মরিচা ধরেছে। আবারও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পেতে অতিদ্রুত সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংষ্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে অবিলম্বে ক্রীড়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবী জানানো হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম। বক্তব্য রাখেন বিসিবি’র সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএফইউজে’র নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বাফুফে’র কাউন্সিলর খাজা আবু হায়াত হিরু, জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আব্দুল্লাহিত ত্বাকী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক তানভির আলাম রিমন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন প্রতিনিধি সাহেদুল ইসলাম রবি, সিরাজুল ইসলাম সাজু, আরাফাত রাহি, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, সাবেক ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান প্যাটেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব খান, নারী ক্রিকেটার রানী তালুকদার, অনুর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার ইয়াকুব প্রমূখ। 

এমএসএম / এমএসএম

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি