কুতুবদিয়ায় প্রকল্প কাজের সাইনবোর্ড নেই: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

সরকারি উন্নয়ন প্রকল্পের কাজস্থলে সাইনবোর্ড বা ব্যানারের মাধ্যমে নির্মাণ কাজের বিস্তারিত তথ্য প্রদর্শনের কথা থাকলেও বাস্তবে এ নিয়ম মানা হচ্ছে না কুতুবদিয়ায়। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, উপজেলার বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের সাইটে নেই কোনো তথ্য সম্বলিত সাইনবোর্ড।
তথ্য অধিকার আইন অনুযায়ী, সরকারি প্রকল্পের তথ্য-উপাত্ত জানার অধিকার রাখে সাধারণ জনগণ। কিন্তু কুতুবদিয়ার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজস্থলগুলোতে এই নিয়ম মানা হচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমানে কুতুবদিয়ায় বেশ কয়েকটি বড় প্রকল্প কাজ চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন,সতর উদ্দীন জেটিঘাট, আকবর বলী পাড়া জেটিঘাট,কুতুবদিয়া টেকনিকেল স্কুল এন্ড কলেজ ভবন,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন,কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ভবন,কবি জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ভবন,বড়ঘোপ মাস্টার নুর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,উত্তর কৈয়ারবিল পাছুয়ার জাঁহাল সড়কসহ বেশ কয়েকটি সড়ক।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রকল্পের সঠিক তথ্য না থাকায় কাজের মান নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান বলেন, "উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাব জনগণের অধিকার লঙ্ঘন করছে।"
কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান কুতুবী বলেন, "কাজের সাইনবোর্ড না থাকায় আমরা বুঝতে পারি না কাজের খরচ কত, সময়সীমা কতদিন, আর কে এই কাজের দায়িত্বে আছেন। এটি তথ্য অধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে স্থানীয় এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান, এলজিইডির প্রকল্পগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, তবে ৫ আগস্টের পরে সেগুলো ছাত্র ও জনতা ভেঙে ফেলেছে। সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পে কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মন্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কিছু জানায়নি। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোতে সাইনবোর্ড স্থাপন ও কাজের তথ্য প্রদর্শন নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই জনগণের অধিকার।
এমএসএম / এমএসএম

অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের সাইফুল ইসলাম

টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কোর্স

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের কর্মচারীদের ৪০ ঘন্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুখালীতে বিভিন্ন জলাশয়ে ৩৩৫ কেজি রুই জাতের পোনা মাছ অবমুক্ত

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আইকন স্পোর্টস পার্কে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

ভূমি অফিস চালানোর দায়িত্বে ঝাড়ুদার

কাপাসিয়ায় বিএনপির সদস্য পদ নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ভেড়ামারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্থানীয় যুবকের সাহসিকতায় পিরোজপুরে টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার
