ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ায় প্রকল্প কাজের সাইনবোর্ড নেই: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ১:৩৪

সরকারি উন্নয়ন প্রকল্পের কাজস্থলে সাইনবোর্ড বা ব্যানারের মাধ্যমে নির্মাণ কাজের বিস্তারিত তথ্য প্রদর্শনের কথা থাকলেও বাস্তবে এ নিয়ম মানা হচ্ছে না কুতুবদিয়ায়। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, উপজেলার বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের সাইটে নেই কোনো তথ্য সম্বলিত সাইনবোর্ড।

তথ্য অধিকার আইন অনুযায়ী, সরকারি প্রকল্পের তথ্য-উপাত্ত জানার অধিকার রাখে সাধারণ জনগণ। কিন্তু কুতুবদিয়ার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজস্থলগুলোতে এই নিয়ম মানা হচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমানে কুতুবদিয়ায় বেশ কয়েকটি বড় প্রকল্প কাজ চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন,সতর উদ্দীন জেটিঘাট, আকবর বলী পাড়া জেটিঘাট,কুতুবদিয়া টেকনিকেল স্কুল এন্ড কলেজ ভবন,কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন,কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ভবন,কবি জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ভবন,বড়ঘোপ মাস্টার নুর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,উত্তর কৈয়ারবিল পাছুয়ার জাঁহাল সড়কসহ বেশ কয়েকটি সড়ক।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রকল্পের সঠিক তথ্য না থাকায় কাজের মান নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর খান বলেন, "উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাব জনগণের অধিকার লঙ্ঘন করছে।"

কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান কুতুবী বলেন, "কাজের সাইনবোর্ড না থাকায় আমরা বুঝতে পারি না কাজের খরচ কত, সময়সীমা কতদিন, আর কে এই কাজের দায়িত্বে আছেন। এটি তথ্য অধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে স্থানীয় এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান, এলজিইডির প্রকল্পগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল, তবে ৫ আগস্টের পরে সেগুলো ছাত্র ও জনতা ভেঙে ফেলেছে। সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পে কোনো সাইনবোর্ড স্থাপন করা হয়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মন্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কিছু জানায়নি। স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোতে সাইনবোর্ড স্থাপন ও কাজের তথ্য প্রদর্শন নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই জনগণের অধিকার।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড

মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন

তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়